East Bengal: কবে থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল? জানুন

East Bengal's Lineup

আজ, মঙ্গলবার বিকেল থেকেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ।‌ যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং এবং উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব। অন্যদিকে, আগামী ৩০ জুন টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রিমিয়ার লিগ শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গত সিজনে দারুন পারফরম্যান্স থাকলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল এই খেতাব।

Advertisements

তবে এবারও বিনো জর্জের উপর ভরসা রেখেই প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে নামবে মশাল ব্রিগেড। সেইমতো অনুশীলন চালাচ্ছে দলের ছোটরা। কিন্তু কবে থেকে শুরু হবে সিনিয়র দলের অনুশীলন?

এই প্রশ্নই গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল সমর্থকদের মধ্যে। অবশেষে উঠে আসলো এই সম্পর্কিত তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ৩রা জুলাই থেকে অনুশীলন শুরু করছে ইমামি ইস্টবেঙ্গলের মূল দল। হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলন করবে গোটা দল। তাছাড়া যতদূর জানা যাচ্ছে কলকাতার বুকেই শুরু হবে দলের অনুশীলন। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর লাল-হলুদ জনতা।

Advertisements

গত বছর কলিঙ্গ সুপার কাপ ঘরে তুলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই সুবাদে এবার এএফসির চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে তাদের। সবদিক মাথায় রেখে এবার শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ম্যানেজমেন্ট।

ভারতীয় তরুণ ডেভিড থেকে শুরু করে গ্ৰীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোস ও রয়েছেন এবার ইস্টবেঙ্গল ফুটবল দলে। নতুন মরশুমে তাদের পা থেকেই গোল দেখতে চায় সমর্থকরা।