সন্তোষ ট্রফি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল সিনিয়র দল

East Bengal footballer Hiroshi Ibusuki like to debut in IFA Shiled Final

নতুন বছরের পঞ্চম দিন থেকে ফের অনুশীলন শুরু করেছে মশাল ব্রিগেড (East Bengal)। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের তিন বিদেশি ফুটবলার। যাদের মধ্যে ছিলেন সাউল ক্রেসপো, মহম্মদ রশিদ এবং জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই দলের অনুশীলনে যোগ দেবেন বাকি বিদেশি ফুটবলাররা। সেই সম্ভাবনাই সত্যি পরবর্তীতে। মঙ্গলবারের মধ্যেই শহরে এসে গিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। সেদিন থেকেই দলের অনুশীলনে যোগ দেন এই বিদেশি ফুটবলার। পরেই ভারতে এসে অনুশীলনে যোগদান করেন মিগুয়েল ফেরেইরা।

তবে গত কয়েকদিন আগেই দলের তারকা ফরোয়ার্ড হামিদ আহদাদকে রিলিজ করে দিয়েছিল ইস্টবেঙ্গল। যেটা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই মরোক্কান ফুটবলারের বিকল্প খুঁজে নেবে কলকাতা ময়দানের এই প্রধান। তবে এসবের মাঝেই সামনে এসেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে এই নতুন সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার বাংলার সন্তোষ ট্রফি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে লাল-হলুদের সিনিয়র ফুটবল দল। বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই সঞ্জয় সেনের এই ফুটবল দলের মুখোমুখি হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানের রিজার্ভ দল।

   

শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল বিনো জর্জের ছেলেদের। সেই জয় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছে দলের ফুটবলারদের মধ্যে। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। অপরদিকে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। তাঁর আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে পুরনো মেজাজে ফেরার লক্ষ্য থাকবে মহম্মদ রশিদ থেকে শুরু করে কেভিন সিবিলেদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন