ফের জয়ের সরনীতে লাল-হলুদ (East Bengal)। আজ আই লিগের দ্বিতীয় ডিভিশনে (I-League II Division) ঘরের মাঠের শেষ ম্যাচে বড় ব্যবধানে ডায়মন্ড রককে ( Diamond Rock) পরাজিত করল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৫-০ গোল। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি গোল করেন আঙ্গুসানা। এছাড়াও দলের ব্যবধান বাড়ান অমরজিত, বিবেক ও একটি আত্মঘাতী গোল। যারফলে, খুশির আমেজ ইস্টবেঙ্গল শিবিরে।
উল্লেখ্য, গত ম্যাচে ভালো খেলেও পরাজিত হতে হয়ছিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব কে। শেষ মুহূর্তে গোল করে জয় পেয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। তবে গত ডার্বি ম্যাচে এটিকে মোহনবাগান কে হারানোর সুবাদে যে আত্মবিশ্বাস দেখা দিয়েছিল দলের অন্দরে, তার ই বহিপ্রকাশ দেখা দিল আজ। গত ম্যাচের পর ফের এবার বড় ব্যবধানে পরাজিত হল ডায়মন্ড রক এফসি।
প্রথমার্ধে ম্যাচের ২৫ মিনিটের মাথায় প্রথম গোল করেন আঙ্গুসানা। তার এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় দল। তারপর ৩৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দ্বিতীয় গোল করে যান অমরজিত। এরপর প্রথমার্ধের শেষের দিকে প্রায় ৪৫ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন তালিব। যারফলে, প্রথমার্ধের শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে ইমামি ইস্টবেঙ্গল শিবির।
East Bengal 5 ➖ 0 Diamond Rock
⚽ Angousana 25'
⚽ Amarjit Singh Kiyam 37'
⚽ Own goal 45'
⚽ Angousana 58'
⚽ Vivek Singh #Hero2ndDivLeague #TorchBearers pic.twitter.com/RePVyBFbT7— 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦 (@TORCH__BEARERS) April 23, 2023
দ্বিতীয়ার্ধে র শুরু থেকে ডায়মন্ড রকের ছেলেরা আক্রমণ শানাতে শুরু করলেও লাল-হলুদ ডিফেন্ডারদের সামনে কার্যত পিছু হটতে হয় তাদের। সেই সুযোগে ফের আক্রমণ শানাতে শুরু করে বিনো জর্জের ছেলেরা। ঠিক ৫৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন আঙ্গুসানা। এই গোলের দরুন ৪-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। তারপর দুই পক্ষের থেকে বারংবার আক্রমণ চললে ও গোলের মুখ খোলা যায়নি। তবে ৭৬ মিনিটের মাথায় দলের হয়ে পঞ্চম গোল করেন বিবেক সিং। যারফলে ৫-০ গোলে ম্যাচ জিতে যায় ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।

