ডেভেলপমেন্ট লিগে দ্বিতীয় জয় লাল-হলুদের

এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইউথ ডেভেলপমেন্ট লিগের শুরুটা ভালো ছিল না লাল-হলুদের (East Bengal)। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল দলকে। তবে সেই ধাক্কা কাটিয়ে গত…

east-bengal-second-win-youth-development-league-rfdl

এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইউথ ডেভেলপমেন্ট লিগের শুরুটা ভালো ছিল না লাল-হলুদের (East Bengal)। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল দলকে। তবে সেই ধাক্কা কাটিয়ে গত কয়েকদিন আগেই ডায়মন্ড হারবার এফসি যুব দলকে আটকে দিয়েছিল ছেলেরা। সেই ধারাবাহিকতা বজায় রাখাই অন্যতম লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেইমতো আজ বারাকপুর স্টেডিয়ামে আরএফডিএলের পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদের ছোটরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে নিয়েছে মশাল ব্রিগেড।

Advertisements

দলের হয়ে গোল করেছেন যথাক্রমে অনন্থু এনএস, দেবজিত রায় এবং অ্যান্ডুস এ। আসন্ন ডার্বি ম্যাচের আগে এই জয় নিয়ে যথেষ্ট খুশি সকলে‌। আগামী ২৫শে জানুয়ারি নৈহাটির বুকে আয়োজিত হবে টুর্নামেন্টের ডার্বি ম্যাচ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভিক্টোরিয়া দলের বিপক্ষে ও সহজ জয়ের লক্ষ্য ছিল দলের ফুটবলারদের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। এদিন প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় লাল হলুদের হয়ে গোল করেছিলেন অনন্থু। যদিও অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দলকে এগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছিল সকল ফুটবলাররা।

   

অবশেষে ৭৬ মিনিটের মাথায় দেবজিতের পা থেকে আসে দলের দ্বিতীয় গোল। তারপর আর ম্যাচে ফেরার খুব একটা সুযোগ ছিল না প্রতিপক্ষের। বরং নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত চার মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। ৯৪ মিনিটের মাথায় দলের হয়ে শেষ গোলটি করে যান দক্ষিণের তরুণ ফরোয়ার্ড। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় আসলেও দলের আক্রমণভাগ যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। তবে নিজেদের ভুল শুধরে নিয়ে আসন্ন ডার্বিতে বাজিমাত করতে চাইবেন প্রত্যেকে।‌

Advertisements