এপারের মশালের আগুনে পুড়ে ছাই ওপার বাংলার বসুন্ধরা কিংস

অবশেষে জয়ের সরণিতে ফিরল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার সন্ধ্যায় ভুটানের চিংলিমিথাম স্টেডিয়াম এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড।…

East Bengal Roars to Victory with 4-0 Win Against Bashundhara Kings

অবশেষে জয়ের সরণিতে ফিরল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার সন্ধ্যায় ভুটানের চিংলিমিথাম স্টেডিয়াম এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল কলকাতা ময়দানের এই প্রধান। এদিন লাল-হলুদ জার্সিতে গোল পান যথাক্রমে দিমিত্রিওস ডায়মান্তাকস, সৌভিক চক্রবর্তী, নন্দকুমার সেকার এবং আনোয়ার আলি।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল মশাল ব্রিগেড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের শক্তিশালী দল পারো এফসির বিপক্ষে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারেনি ক্লেটন সিলভারা। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন অস্কার ব্রুজন‌‌‌। সেইমতো নিজের একাদশ সাজিয়েছিলেন তিনি। তাতেই আসলো সাফল্য। ম্যাচের শুরু থেকেই ঘন ঘন আক্রমণে প্রতিপক্ষ দলকে চাপে ফেলে দিয়েছিল ইস্টবেঙ্গল।

   

তারপর সময় এগোনোর সাথে সাথেই বাড়তে থাকে ব্যবধান। প্রথমার্ধের শেষে ৪ গোলে এগিয়ে যায় মশাল ব্রিগেড। পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস চাপ বাড়ালেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। বারংবার গোলের সুযোগ তৈরি করলেও বারে লেগে ফিরে আসে বল। নাহলে অনায়াসেই ব্যবধান কমাতে পারত বসুন্ধরা কিংস। অপরদিকে প্রতি আক্রমণে উঠে ও গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানেই আসে জয়।

এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে গোটা দলের ফুটবলারদের। আগামী ১লা নভেম্বর এএফসি চ্যালেঞ্জ লিগের তৃতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। যেখানে লড়াই করতে হবে শক্তিশালী নাজমেহ এফসির বিপক্ষে। এই ম্যাচে ও জয় পেতে চাইবেন অস্কার।