শনিতেই অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের, অনুপস্থিতি দুই বিদেশি তারকা

গত মহামেডান ম্যাচ থেকেই আইএসএলে খাতা খুলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। একটা সময় জোড়া লাল কার্ড দেখে দলের দুই ফুটবলার মাঠ ছাড়লেও লড়াই করা থামায়নি…

east-bengal-coach-oscar-bruzon-worried-about-defence-before-mohammedan-match-in-isl

short-samachar

গত মহামেডান ম্যাচ থেকেই আইএসএলে খাতা খুলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। একটা সময় জোড়া লাল কার্ড দেখে দলের দুই ফুটবলার মাঠ ছাড়লেও লড়াই করা থামায়নি ময়দানের এই প্রধান। অনবদ্য লড়াইয়ের শেষে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় লাল-হলুদ ব্রিগেডকে। সেইসব এখন অতীত। সেই ডার্বি ম্যাচের পর জাতীয় বিরতির দরুন বেশ কিছুদিন ছুটি ছিল দলের ফুটবলারদের। তারপর আজ থেকেই ফের শুরু হয় অনুশীলন। যেখানে গত ম্যাচের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করার পাশাপাশি খেলোয়ারদের ফিটনেসের দিকেই বাড়তি নজর দিতে দেখা যায় অস্কার ব্রুজনকে।

   

আগামী ২৯ শে নভেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মশাল ব্রিগেড। পুরনো সমস্ত কিছু ভুলে এখন এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন ইস্টবেঙ্গলের নব নিযুক্ত স্প্যানিশ কোচ। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার থেকেই শুরু হয়ে গেল দলের অনুশীলন। যেখানে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা ছাড়া উপস্থিত থাকতে দেখা যায়নি আর কোনও বিদেশি ফুটবলারদের। আসলে সাময়িক ছুটি থাকার দরুন দেশে ফিরে গিয়েছিলেন সকলেই। যতদূর খবর, আগামী দুই একদিনের মধ্যেই হয়তো ভারতে ফিরবেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস এবং ফরাসি তারকা মাদিহ তালাল।

তারপরেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যেতে পারে এই দুই তারকা ফুটবলারকে। অন্যদিকে, ভারতীয় ফুটবলারদের মধ্যে আজ উপস্থিত ছিলেন না গোলরক্ষক প্রভসুখান সিং গিল। তবে এদিন দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করতে দেখা যায় বাঙালি গোলরক্ষক দেবজিত মজুমদারকে। পাশাপাশি জাতীয় শিবিরে ডাক পাওয়ার ফলে অনুশীলনে থাকেননি তারকা ডিফেন্ডার আনোয়ার আলি এবং ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংকে। এর বাদে কোচের তত্ত্বাবধানে চুটিয়ে অনুশীলন করতে দেখা যায় নন্দকুমার সেকার থেকে শুরু করে নাওরেম মহেশ সিং সহ দলের রিজার্ভ বেঞ্চের একাধিক ফুটবলারদের।

তাঁদের নিয়েই আজ থেকে নর্থইস্ট বধের এক কষতে শুরু করে দিয়েছেন অস্কার। উল্লেখ্য, গত কয়েক ম্যাচ ধরেই দারুন ছন্দে রয়েছে পেদ্রো বেনালির ছেলেরা। জামশেদপুর বধের পাশাপাশি ওডিশা ও বেঙ্গালুরু ম্যাচে ও দারুন ছন্দে ছিল এবারের ডুরান্ড জয়ীরা। সব দিক মাথায় রেখেই দলকে তৈরি করছেন লাল-হলুদ কোচ।