- Advertisement -
ক্লাবের ফুটবল ভবিষ্যৎ জটে আটকে৷ এই ডামাডোলেরই মধ্যেই কোচ চুড়ান্ত করল ইস্টবেঙ্গল (East Bengal)৷ তবে ক্লাবের ফুটবল সমর্থকদের এখনও হতাশা কাটছে না৷ কারণ ফুটবল নয়, ক্রিকেট দলের কোচেদের তালিকা প্রকাশ্যে আনল ইস্টবেঙ্গল৷
আগামী ২০২২ মরুশুমের জন্য ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট দলের মেন্টর নির্বাচিত করা হলো বাংলার রঞ্জি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দোপাধ্যায়। তার সহযোগীর কোচের পদে নিয়োগ করা হয়েছে রাকেশ কৃষ্ণাণ এবং সুশীল শিকারিয়া’কে।
শুক্রবার(৮ জুলাই ) ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ইস্টবেঙ্গল ক্লাবের নয়া মরসুমের মেন্টর এবং যুগ্ম কোচের নাম ঘোষণা করেছেন ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদার।এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ সচিব রূপক সাহা এবং ক্রিকেট সচিব মানস কুমার রায়।
- Advertisement -
