গুরসিমরত সিংকে ছাড়ার কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল

কলকাতা: গত উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer Window) থেকেই বারংবার গুরসিমরত গিলের নাম। তাঁর দল ছাড়া নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। উল্লেখ্য, গত মরসুমের শুরুতে কলকাতা…

East Bengal Releases Gursimrat Singh Gill

কলকাতা: গত উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer Window) থেকেই বারংবার গুরসিমরত গিলের নাম। তাঁর দল ছাড়া নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। উল্লেখ্য, গত মরসুমের শুরুতে কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে যুক্ত হয়েছিলেন পাঞ্জাবের এই ফুটবলার। তবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফুটবলার।স্বাভাবিকভাবেই তাঁকে অন্য দলে লোনে ছাড়া পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এক্ষেত্রে একটা সময় ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের নাম। কিন্তু পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি।

Also Read | দল নামাচ্ছে না সার্দান সমিতি, সুপার সিক্সে ডায়মন্ড হারবার এফসি

   

এবারের এই গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে আগ্ৰহ দেখিয়েছিল আইলিগের একাধিক ফুটবল ক্লাব। একটা সময় গুরসিমরত গিলকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিল্লি এফসি। সেইমতো কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। যদিও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে এই সেন্টার ব্যাককে নিতে আগ্ৰহী হয়ে উঠেছিল রাজস্থান ইউনাইটেডের। সেইমতো কথাবার্তা ও এগোতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। এবার আইলিগের এই ফুটবল দলেই যোগ দিতে চলেছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিল লাল-হলুদ শিবির।

Advertisements

Also Read | বেঙ্গালুরু এফসির এই লেফট ব্যাককে দলে নিতে মরিয়া গোকুলাম কেরালা

কিছু ঘন্টা আগেই এই পাঞ্জাবি ফুটবলারের বেশকিছু ছবি আপলোড করে সেখানে লেখা হয়, ” ইস্টবেঙ্গল এফসি এবং গুরসিমরত সিং গিল পারস্পরিকভাবে আলাদা হতে সম্মত হয়েছে। ক্লাবের প্রতি তাঁর নিষ্ঠা এবং সেবার জন্য আমরা গুরসিমরতকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যতের প্রচেষ্টায় তাঁর মঙ্গল কামনা করি।” এবার এই নতুন ফুটবল ক্লাবে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।