জল্পনার অবসান, ইবুসুকিকে বিদায় জানিয়ে দিল ইস্টবেঙ্গল

সপ্তাহ কয়েক আগেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছেড়েছিলেন হামিদ আহদাদ। এই মরোক্কান তারকার বিদায় নেওয়া নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। কিন্তু তিনি একানন। দলের আরেক বিদেশি ফরোয়ার্ড…

Dimitrios Diamantakos Leaves East Bengal FC: Hiroshi Ibusuki Emerges as Striker Replacement

সপ্তাহ কয়েক আগেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছেড়েছিলেন হামিদ আহদাদ। এই মরোক্কান তারকার বিদায় নেওয়া নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। কিন্তু তিনি একানন। দলের আরেক বিদেশি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিও (Hiroshi Ibusuki) যে আর থাকবেন না সেই আঘাত মিলতে শুরু করেছিল অনেক আগে থেকেই। বিশেষ করে এবারের সুপার কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ যে তাঁর উপর ভরসা রাখবেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের কাছেই। তবুও এই নতুন বছরে দল অনুশীলন শুরু করার পর কয়েকদিন সতীর্থদের সঙ্গেই প্রাকটিসে দেখা গিয়েছিলে এই জাপানি ফুটবলারকে।

Advertisements

তবে গতকাল নিজের সোশ্যাল সাইটে একটি ফ্যানবেসের পোস্ট শেয়ার করে কলকাতা ময়দানের এই প্রধান ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ইবুসুকি। সেখানে ধন্যবাদ জানানোর ও উল্লেখ মেলে। পাশাপাশি বিমানের ছবি ও নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই সকলে বুঝতে পেরেছিল যে হিরোশির ইস্টবেঙ্গল ছাড়া কার্যত সময়ের অপেক্ষা। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই জাপানি ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব।

   

যেখানে তাঁর ছবি আপলোড করে লেখা হয়, ‘ ইস্টবেঙ্গল এফসি এবং হিরোশি ইবুসুকি পারস্পরিকভাবে আলাদা হতে সম্মত হয়েছে। আমাদের সাথে তাঁর পেশাদারিত্ব এবং অবদানের জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। আমরা তাঁর ভবিষ্যতের প্রচেষ্টায় শুভকামনা জানাই।’ এবারের এই সিজনের শুরুতে হামিদ এবং হিরোশিকে সই করিয়েছিল ম্যানেজমেন্ট। বর্তমানে কয়েক সপ্তাহের ব্যবধানে বিদায় নিয়েছেন এই দুই তারকা। এবার তাঁদের বিকল্প হিসেবে কাদের সই করায় ময়দানের এই প্রধান এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

Advertisements