East Bengal : কিছুক্ষণ আগে ক্লাবে পৌঁছেছে নতুন চুক্তির খসড়া

East Bengal Club and emami may be in a turbulent situation
File Picture

প্রত্যাশা মতো আরও একটা নতুন চুক্তি পত্র তৈরি করা হবে। তার আগে একটা খসড়া ক্লাবে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে গিয়ে পৌঁছেছে নতুন চুক্তির খসড়া। 

কিছু দিন আগে ইমামির পক্ষ থেকে প্রথম চুক্তির একটি খসড়া প্রস্তুত করে ইস্টবেঙ্গল ক্লাবে পাঠানো হয়েছিল। যার পর বেশ কয়েক দিন অতিক্রম হয়েছিল। কোম্পানির তরফে পাঠানো খসড়া খতিয়ে দেখার পর ক্লাবের পক্ষ থেকে নিজেদের মতামত জানানো হয়েছিল। 

   

দুই তরফের মধ্যে প্রথম দফায় খসড়া চুক্তি দেওয়া নেওয়ার পর ফের আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল ও ইমামি গোষ্ঠীর কর্তারা। বৈঠক ইতিবাচক হয়েছিল বলে জানা গিয়েছিল। ক্লাব, কোম্পানি উভয় দিকেই দ্রুত দল গঠনের ব্যাপারে চেষ্টা চলছে ধারাবাহিকভাবে। 

নতুন চুক্তির খসড়ায় ইস্টবেঙ্গল কর্তারা সম্মতি প্রদান করলেই চূড়ান্ত সইয়ের দিন আরও এগিয়ে আসবে। অবশ্য আগেই জানা গিয়েছে যে মূল কাগজে সই হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই পথেই আপাতত ক্লাব রয়েছে। বৈঠকে বেশিরভাগ বিষয়েই লাল হলুদ ক্লাব কর্তারা সম্মতি দিয়েছিলেন। আলোচনা হয়েছিল ইতিবাচক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন