HomeSports NewsEast Bengal: 24 ফেব্রুয়ারি সভা ডেকে খানাপিনার আয়োজন লাল হলুদ তাঁবুতে

East Bengal: 24 ফেব্রুয়ারি সভা ডেকে খানাপিনার আয়োজন লাল হলুদ তাঁবুতে

- Advertisement -

প্রেস বিজ্ঞপ্তি জারি করল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। ২২ ফেব্রুয়ারি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। ২৪ ফেব্রুয়ারি সকালে ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ” আগামী ২৪ শে ফেব্রুয়ারী ২০২২, সকাল ১০.৩০ টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বাংলাদেশের এক বিশিষ্ট ক্রীড়াপ্রেমী শেখ রাসেল ক্রীড়াচক্র ফুটবল ক্লাবের কর্ণধার জনাব সায়েম সোবহন আনভীর কে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।” বিজ্ঞপ্তির শেষে লেখা রয়েছে, ” অনুষ্ঠান পরবর্তী মধ্যাহ্ন ভোজে আপনার আমন্ত্রণ রইল “। 

   

East Bengal

ক্লাবের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। উঠছে নানা প্রশ্ন। টুইটারে রাজদীপ বসু নামের প্রোফাইল থেকে প্রশ্ন করা হয়েছে, ” হঠাৎ রিসেপশন কেন? ” পেজ অডমিনের জবাব, ” পেসেন্স “। পার্থ দাস জিজ্ঞাসা করেছেন, “লাঞ্চ?” অপর এক সোশ্যাল মিডিয়া ইউজার অরিজিৎ গোস্বামীর কমেন্ট, ” হঠাৎ ভোজ সভা আয়োজনের কারণ কী ! ” অংশুমান দাশগুপ্ত প্রশ্ন চিহ্নের ইমোজি ব্যবহার করে জিজ্ঞাসা করেছেন, ” কী ব্যাপার? ” 

ইস্টবেঙ্গল নিয়ে ইমনিতেই এখন জল্পনার শেষ নেই। তার ওপর এই প্রেস বিজ্ঞপ্তি। বাংলাদেশের বিশিষ্ট জনকে কেন সংবর্ধনা দেওয়া হচ্ছে সে ব্যাপারে স্বভাবতই উঠছে প্রশ্ন। আগামী দিনে ইনভেস্টর কে হতে পারে সে বিষয়ে নানা আলোচনা, নাম ঘুরে শোনা যাচ্ছে কলকাতা ময়দানে। তার সঙ্গে এবার আলোচনায় ঢুকে পড়ল বাংলাদেশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular