East Bengal : লাল-হলুদ ছাড়ছেন এই তরুণ ফুটবলার

চলতি মরশুমে আইএসএল (ISL 2024) অভিযান শুরুর পর থেকেই ধুঁকছে ইস্টবেঙ্গল (East Bengal)। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক পরই বিদায় নিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও…

চলতি মরশুমে আইএসএল (ISL 2024) অভিযান শুরুর পর থেকেই ধুঁকছে ইস্টবেঙ্গল (East Bengal)। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক পরই বিদায় নিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও সে সব এখন অতীত। গত শনিবার জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ২-০ গোলে হার, হতাশ করেছে লাল-হলুদ সমর্থকদের। দল ঘুরে দাঁড়াবে এবং প্লে অফে খেলবে সেই নিয়ে আশাবাদী দলের দায়িত্বে থাকা অন্তর্বর্তী কোচ বিনো জর্জ।

Advertisements

Read More টানা চার ম্যাচে হার! ফুটবলারদের নিয়ে বড় সিদ্ধান্ত লাল-হলুদ শিবিরের

   

লাল-হলুদ শিবিরে সমর্থকদের নজর রয়েছে প্রথমসারির দলের একাধিক তারকা ফুটবলারদের দিকে। যাদের সামনে রেখে এবার সাফল্য পেতে মরিয়া ময়দানের এই প্রধান। যদিও এর মধ্যে কয়েকদিন আগেই একসাথে দলের একাধিক ফুটবলারকে বিদায় জানিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যাদের মধ্যে ছিলেন রক্তিম জানা (Roktim Jana)।

Read More কলকাতায় শেষ মুহূর্তের অনুশীলন সারলেন শুভাশীষ, আনোয়ার, মনভীররা

লাল-হলুদ জার্সিতে কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে একাধিক ম্যাচ খেলেছেন এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন তিনি। কিন্তু নয়া সিজনের মাঝেই তাঁকে বিদায় জানিয়েছিল মশাল ব্রিগেড। বাংলার ফুটবল মহলে তাঁকে নিয়ে জল্পনা চলছিল। কোথায় যোগদান করবেন তিনি?

Read More ময়দানের পড়শী ক্লাবে যোগ দিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার

সোমবার সকালে রক্তিম জানাকে শুভেচ্ছা জানিয়ে ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের তরফ থেকে একটি পোস্ট করা হয়। সেখানেই জানা যায় ইস্টবেঙ্গলের এই মিডফিল্ডার যোগ দিচ্ছেন বেহালা যুব সমিতিতে।