East Bengal : লাল-হলুদ ছাড়ছেন এই তরুণ ফুটবলার

চলতি মরশুমে আইএসএল (ISL 2024) অভিযান শুরুর পর থেকেই ধুঁকছে ইস্টবেঙ্গল (East Bengal)। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক পরই বিদায় নিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও সে সব এখন অতীত। গত শনিবার জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ২-০ গোলে হার, হতাশ করেছে লাল-হলুদ সমর্থকদের। দল ঘুরে দাঁড়াবে এবং প্লে অফে খেলবে সেই নিয়ে আশাবাদী দলের দায়িত্বে থাকা অন্তর্বর্তী কোচ বিনো জর্জ।

Read More টানা চার ম্যাচে হার! ফুটবলারদের নিয়ে বড় সিদ্ধান্ত লাল-হলুদ শিবিরের

   

লাল-হলুদ শিবিরে সমর্থকদের নজর রয়েছে প্রথমসারির দলের একাধিক তারকা ফুটবলারদের দিকে। যাদের সামনে রেখে এবার সাফল্য পেতে মরিয়া ময়দানের এই প্রধান। যদিও এর মধ্যে কয়েকদিন আগেই একসাথে দলের একাধিক ফুটবলারকে বিদায় জানিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যাদের মধ্যে ছিলেন রক্তিম জানা (Roktim Jana)।

Read More কলকাতায় শেষ মুহূর্তের অনুশীলন সারলেন শুভাশীষ, আনোয়ার, মনভীররা

লাল-হলুদ জার্সিতে কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে একাধিক ম্যাচ খেলেছেন এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন তিনি। কিন্তু নয়া সিজনের মাঝেই তাঁকে বিদায় জানিয়েছিল মশাল ব্রিগেড। বাংলার ফুটবল মহলে তাঁকে নিয়ে জল্পনা চলছিল। কোথায় যোগদান করবেন তিনি?

Read More ময়দানের পড়শী ক্লাবে যোগ দিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার

সোমবার সকালে রক্তিম জানাকে শুভেচ্ছা জানিয়ে ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের তরফ থেকে একটি পোস্ট করা হয়। সেখানেই জানা যায় ইস্টবেঙ্গলের এই মিডফিল্ডার যোগ দিচ্ছেন বেহালা যুব সমিতিতে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleAther-এর এই দুই ই-স্কুটারে 25,000 ডিসকাউন্ট, কিনতে লম্বা লাইন ক্রেতাদের
Next articleধর্মতলায় ডাক্তারদের অনশনে পুলিশ পদক্ষেপ নেবে, দাবি সিপির
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।