East Bengal: ‘ভাল দল’ গড়ছে ইস্টবেঙ্গল, হারলে দায় কার?

বৃহস্পতিবারের বৈঠকের পর ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তা ও বিনিয়োগকারীদের তরফে বিভিন্ন মতামত প্রকাশ করা হয়েছে। কিছু ক্ষেত্রে দুই তরফ থেকেই প্রায় একই কথা বলা…

East Bengal

বৃহস্পতিবারের বৈঠকের পর ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তা ও বিনিয়োগকারীদের তরফে বিভিন্ন মতামত প্রকাশ করা হয়েছে। কিছু ক্ষেত্রে দুই তরফ থেকেই প্রায় একই কথা বলা হয়েছে। যেমন, খাতায় কলমে ভাল দল গঠন করা হচ্ছে।

নতুন মরসুমে ভাল দল তৈরি করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার। তিনি জানিয়েছেন, “আমরা সঠিক পথে এগোচ্ছি। ভাল দল গঠন করার চেষ্টা করা হচ্ছে।’ একই সঙ্গে তিনি এটাও বলেছেন, “ম্যাচের দিন যে দল ভাল খেলবে, জিতবে সেই দল।”

   

East Bengal: মাঝমাঠে এই কৌশল অবলম্বন করতে পারে ইস্টবেঙ্গল

প্রায় একই কথা বলেছেন ইমামি কর্তা মণীশ গোয়েঙ্কা। সাংবাদিকদের তিনি বলেছেন, “বেশি বাজেটের দল গড়া হচ্ছে নাকি কম বাজেটের, সেটা আগামী দিনে বুঝতে পারবেন। তবে যে দল তৈরি করা হচ্ছে তাতে আমরা খুশি। যদিও ফলাফল কারও হাতে নেই।’

বৈঠকের পর বাজেট নিয়ে ক্লাব কিংবা ইনভেস্টর কোনো পক্ষই মুখ খোলেনি। শুধু বলা হয়েছে, দল ভালো করে তৈরি করা হচ্ছে। ফলাফল হাতে নেই। এদিকে এটাও শোনা গিয়েছে, হেড কোচ কার্লেস কুয়াদ্রতের পরামর্শ মাথায় রেখে দল গঠন করার কাজ করা হচ্ছে।

Mohammedan SC: আই লিগে গোলের বন্যা বইয়ে দেওয়া স্ট্রাইকার মহামেডানে!

দলের পারফরম্যান্স ভাল না হলে কোচ বদলের রীতি সব ক্লাবেই দেখা যায়। কর্পোরেটের ছোঁয়া লাগার আগে ময়দানে কোচ বদল করার ঘটনা আকচার দেখা যেত। দলের পাফরম্যান্স কোচের ওপর অনেকটা নির্ভর করে। ইস্টবেঙ্গল ক্লাব কর্তা ও ইমামি কর্তারা বলে দিয়েছেন খাতায় কলমে দল ভাল তৈরি করা হচ্ছে। এরপরেও যদি দল আশানুরূপ খেলতে না পারে তাহলে তার দায় নেবে কে? রয়েছে এই প্রশ্ন।