East Bengal : সাংবাদিক সম্মেলনে ইতিবাচক কথা শোনালেন কর্তারা

ক্রীড়া মহলের চোখ ছিল ইস্টবেঙ্গল ক্লাবের দিকে। শ্রী সিমেন্ট বিদায় নেওয়ার পর কর্তারা কী বলেন সে বিষয়ে সকলের আগ্রহ। বুধবার ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন লাল…

ক্রীড়া মহলের চোখ ছিল ইস্টবেঙ্গল ক্লাবের দিকে। শ্রী সিমেন্ট বিদায় নেওয়ার পর কর্তারা কী বলেন সে বিষয়ে সকলের আগ্রহ। বুধবার ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন লাল হলুদ কর্তারা।

জানা গিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্ট পরবর্তী সময়ে ইনভেস্টর বা বিনিয়োগকারী থাকবে বলেও আশা করা হচ্ছে।

   

মঙ্গলবার স্পোর্টিং রাইট ফিরে পেয়েছিল ইস্টবেঙ্গল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে খেলা স্বত্ব ফিরিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট। এরপর সমর্থক থেকে ফুটবল মহলের চোখ ছিল লাল হলুদ তাঁবুর দিকে। এবার কর্তারা কী পদক্ষেপ নেন সেই অপেক্ষায় প্রহর গুনছিলেন অনেকে।

Advertisements

একাধিক কোম্পানির নাম ঘোরাফেরা করেছে কলকাতা ময়দান জুড়ে। আপাতত বাংলাদেশের বসুন্ধরা গোষ্ঠীর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের আলোচনা ইতিবাচক বলে মনে করেছিলেন ফুটবল মহলের একাংশ। তবুও ক্লাব ঘোষণা না করা অব্দি পাকাপাকিভাবে কিছুই বলা সম্ভব নয়। তাই এদিনের সাংবাদিক সম্মেলনের দিকে তাকিয়ে ছিলেন আপামর ফুটবল প্রেমী জনতা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News