ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরসুমে (ISL 2024-25 Session) শেষ মুহূর্তে মরণ-বাঁচন লড়াইয়ের সম্মুখীন ইস্টবেঙ্গল (East Bengal FC)। সপ্তাহ শেষে ঘরের মাঠে প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এই ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে মরিয়া অস্কার ব্রুজোরে (Oscar Bruzon) ছাত্ররা। অন্যদিকে লিগ ডবল রুখে দিতে তৈরি ওয়েন কোয়েলের (Oyen Coyel) দল। এই ম্যাচেই দলের প্রথম একাদশে নেই লাল-হলুদের নতুন বিদেশি ফুটবলার রাফায়েল এরিক মেসি বাউলি (Raphael Messi Bouli)।
Here’s how we line up for #EBFCCFC. 📋
Rakip, Jeakson and Saul return to the starting XI. 🔴🟡#JoyEastBengal #ISL pic.twitter.com/l8AacbsMim
— East Bengal FC (@eastbengal_fc) February 8, 2025
চেন্নাইয়িন এফসির প্রথম একাদশ :
View this post on Instagram