
দল বদলের বাজারের শেষ মুহূর্তে একেবারে উঠে পরে লেগেছে ইস্টবেঙ্গল (East Bengal)। সদ্য হিমাংশু জাংরা’কে লোনে একবছরের জন্য দলে নিয়েছিল ক্লাব।এবার আরেক প্রতিভাবান ভারতীয় ফুটবলার’কে দলে নিয়ে চমক দিল লাল-হলুদ ব্রিগেড।
I-League এর club RoundGlass Punjab এর ডিফেন্ডার Bikash Yumnam – কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল।মনিপুরের এই ফুটবলার একটা সময় দ্য গার্ডিয়ানের সেরা ৬০ ফুটবলারের তালিকায় ছিলেন,২০১৯ সাল থেকে তিনি রাউন্ড গ্লাস পঞ্জাবে খেলছিলেন।শোনা যাচ্ছে একাধিক বছরের চুক্তি’তে লাল হলুদে আসছেন তিনি।
এদিকে শুক্রবার শহরে চলে এসেছে ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় মিডফিল্ডার আলেক্স লিমা।চলতি সপ্তাহের মধ্যে ক্লাবের বাকী বিদেশি’রা এসে যাবেন।শুধুমাত্র এশিয়ান কোটার বিদেশি ফুটবলার কবে আসবেন সেটা এখনো স্পষ্ট নয়।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










