East Bengal Mother’s Day tribute: মা, এই ছোট্ট একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে গোটা পৃথিবী। বিশ্বের সকল ভাষায়, সব ধর্মে, সব জাতির সংস্কৃতিতে মায়ের অবস্থান সর্বোচ্চ পর্যায়ে। সেই মা-কে উৎসর্গ করতেই প্রতিবছর মে মাসে পালিত হয় এই বিশেষ দিনটি। যদিও মাকে ভালোবাসা জানানোর জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই অব্যক্ত কৃতজ্ঞতার কথা, যা আমরা কখনো প্রকাশ করতে পারি না। পৃথিবীর আলো দেখার পর থেকেই তাঁর যত্ন, ত্যাগ আর নিরন্তর শ্রমের মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠে প্রত্যেক সন্তান। অসুস্থ থাকার সময় সন্তানের পাশে বসে থাকা থেকে শুরু করে নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলা, এই সবই মায়ের ভালোবাসার নিঃস্বার্থ নিদর্শন।
এই সমস্ত কিছু মাথায় রেখেই মাতৃ দিবসের এই দিনটি পালিত হয়ে আসছে গোটা বিশ্ব জুড়ে। এবার মাদার্স ডে’র কে কেন্দ্র করে বিশেষ পোস্ট ইমামি ইস্টবেঙ্গলের। কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল লাল-হলুদের পুরুষ ও মহিলা দলের বেশকিছু ফুটবলারদের একটি ছবি আপলোড করা হয় এই প্রধানের তরফে। যেখানে রয়েছে দেবজিত মজুমদারের সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, ডেভিড লালহানসাঙ্গা, প্রভাত লাকরা এবং প্রভসুখান সিং গিলের পাশাপাশি মহিলা দলের ফুটবলারদের মধ্যে তৃষা মল্লিক ও সুইটি দেবীর মত ফুটবলাররা।
সেখানে দলের এই তারকাদের পাশাপাশি সেই ছবিতে স্থান পেয়েছেন তাঁদের মা। সেইসাথে ক্যাপশন হিসেবে লেখা রয়েছে ” আমাদের রেড অ্যান্ড গোল্ডসদের প্রকৃত সুপারহিরোদের প্রতি সম্মান জ্ঞাপন।” লাল-হলুদের এই ফেসবুক পোস্ট নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের। বলাবাহুল্য, এই সিজনে ইস্টবেঙ্গলের পুরুষ দলের খেলোয়াড়দের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও দাপুটে ফুটবল খেলে সকলের মন জয় করেছে মশাল কন্যারা। একের পর এক দলকে টেক্কা দিয়ে অনায়াসেই ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় করেছে মশাল ব্রিগেড।
যারফলে বাংলার প্রথম ফুটবল ক্লাব হিসেবে এই শিরোপা লাভ করেছে ইস্টবেঙ্গল। যা নিঃসন্দেহে গর্বিত করেছে সকলকে। নয়া সিজনে উভয় দলের সাফল্যের দিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা।