গত ফুটবল সিজনে বিরাট অঙ্কের চুক্তিতে দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos) দলে টেনেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাঁর উপস্থিতিতে দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হওয়ার আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। সময় যত এগিয়েছে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন বারংবার। শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছিল কেবল হতাশা। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল হোক কিংবা কলিঙ্গ সুপার কাপ প্রত্যেক ক্ষেত্রেই সম্পূর্ণ অফ কালার ছিলেন এই গ্ৰীক ফরোয়ার্ড। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বে তাঁর গোলে দল পরবর্তী রাউন্ডে পৌঁছালেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা।
Also Read |
যারফলে শক্তিশালী দল নিয়ে ও গোলের খরায় ভুগতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। তাই সময় এগোনোর সাথে সাথেই সমর্থকদের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছিলেন আইএসএলের সোনার বুট জয়ী এই তারকা। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে রাখা হবে কিনা সেই নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছিল এই সিজনের শুরু থেকেই। মনে করা হচ্ছিল এবার হয়তো অন্যত্র যোগদান করবেন এই তারকা। কিন্তু এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শুরুতেই কলকাতায় ফিরে এসেছিলেন এই গ্ৰীক ফরোয়ার্ড। বলতে গেলে এবারের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খুব একটা হতাশ করেননি তিনি।
Also Read |
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের বিপক্ষে গোল করার পাশাপাশি ঐতিহাসিক ডার্বি ম্যাচে ও জোড়া গোল করেছিলেন এই তারকা। বলতে গেলে হামিদ আহদাদ উঠে যাওয়ার পর তাঁর তত্ত্বাবধানেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল। পরবর্তীতে তাঁর দুইটি গোলেই জয় ছিনিয়ে নিয়েছিল ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকল সমর্থকদের কাছে। তবে পরবর্তীতে টুর্নামেন্টের সেমিফাইনালে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন এই ফুটবলার। যা হতাশ করেছিল সকলকে। অবশেষে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল ম্যানেজমেন্ট।
আজ সেপ্টেম্বরের প্রথম দিনেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা স্পষ্ট করে দিয়েছে অস্কার ব্রুজোর ফুটবল দল। সেখানে দিমির বেশকিছু ছবি আপলোড করে লেখা হয়েছে, ” দিমিত্রিওস দিয়ামান্তাকোস এবং ইস্টবেঙ্গল এফসি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের সাথে তাঁর কর্মজীবনের জন্য আমরা দিমিকে ধন্যবাদ জানাতে চাই।” তাঁর পরিবর্তে এবার কাকে দলের সঙ্গে যুক্ত করে ইস্টবেঙ্গল এখন সেটাই দেখার।