খোলা অনুশীলনে আবেগঘন মুহূর্ত East Bengal FC শিবিরে। দুর্ঘটনা কাটিয়ে মাঠে ফিরে প্রিয় তারকা Miguel Ferreira–র সঙ্গে দেখা ও অটোগ্রাফ পেল লাল–হলুদের খুদে সমর্থক রিদীপ বন্দোপাধ্যায়।
সপ্তাহ কয়েক আগেই ঘোষণা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দিনক্ষণ। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এবারের এই প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। তা মাথায় রেখেই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের প্রথম সারির অধিকাংশ দলগুলি। তবে বাকিদের থেকে বেশ কিছুটা আগে থেকেই দল নিয়ে মাঠে নেমে পড়েছিল কলকাতা ময়দানে দুই প্রধান। পড়শী ক্লাব মোহনবাগানের থেকে মাত্র দিন কয়েক ব্যবধানে দল নিয়ে এই বছর প্রথম অনুশীলনে নামে ইস্টবেঙ্গল। সময় এগোনোর সাথে সাথেই যোগ দিতে শুরু করেছিলেন অধিকাংশ ফুটবলার।
তবে প্রথম থেকেই নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনিতে ঘেরা ছিল লাল-হলুদের অনুশীলন। কাজেই দলের অনুশীলন চাক্ষুষ করার সুযোগ ছিল না কারুর কাছেই। কিন্তু গত বুধবার রাতে নিজেদের সোশ্যাল সাইটে স্থান ও সময় উল্লেখ করে সকলের জন্য অনুশীলন উন্মুক্ত করার কথা জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট। সেই অনুসারে বৃহস্পতিবার সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ড টুতে ভিড় জমিয়েছিলেন বহু সমর্থক। ময়দানের অতি পরিচিত ছন্দেই দেখা গিয়েছিল সকলকে। সেখানেই মা-বাবার সঙ্গে দলের অনুশীলন দেখতে এসেছিল রিদীপ বন্দোপাধ্যায়। ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা, অতি পছন্দের এই ক্ষুদে সমর্থকের কাছে।
শুধুমাত্র অনুশীলন দেখা নয়, পরবর্তীতে নিজের প্রিয় ফুটবলারের সঙ্গে দেখা করে সই ও সংগ্রহ করে লাল-হলুদের এই শিক্ষার্থী। জানা গিয়েছে, গত বছরের নভেম্বরে অনুশীলনে আসার সময় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তাঁদেরকে। যেখানে মা-বাবার তুলনায় অনেকটাই বেশি চোট এসেছিল বছর নয়ের এই ফুটবল সমর্থকের। শোনা যায় প্রায় ঊনত্রিশটি সেলাই পড়েছিল রিদীপের মাথায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার প্রিয় ও দল প্রিয় ফুটবলারের অনুশীলন দেখতে মাঠে হাজির হতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের এই শিক্ষার্থীকে। যেটা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের।


