এএফসি (AFC) টুর্নামেন্টে ইরাকের ক্লাবকে হারিয়েছে মুম্বই সিটি এফসি। ভারতীয় ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিটির জয়ের আবহে ফুটবল প্রেমীদের অনেকের মনে পড়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের কথা।
সোনালী দিনে ইস্টবেঙ্গল হারিয়েছিল ইরাকের এক ক্লাবকে। ধারেভারে ইরাকি এই ক্লাব ছিল রীতিমত ভয় ধরানোর মতো। সেখানকার চ্যাম্পিয়ন আল জাওরা ক্লাবে ছিলেন ইরাকের জাতীয় দলের একাধিক ফুটবলার। ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের হোম ম্যাচ।
ইস্টবেঙ্গল বনাম আল জাওরা ম্যাচ হয়েছিল ১৯৯৩ সালের ৬ অক্টোবর। এক প্রকার সবাইকে অবাক করে দিয়ে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল মশাল বাহিনী। ৬-২ গোলে জিতেছিল কলকাতার ক্লাবটি। হ্যাটট্রিক করেছিলেন কার্লটন চ্যাপম্যান। একটি করে গোল দেগেছিলেন অখিল আনসারি, শিশির ঘোষ, কুমারেশ ভাওয়াল।
মুম্বাই সিটির জয়ের সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল যোগ। এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে যিনি জয়সূচক গোলটি করেছিলেন, সেই রাহুল ভেকে এক সময় খেলেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে।