তরুণ ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার পথে ইস্টবেঙ্গল

জয় দিয়েই এবারের কলকাতা ফুটবল লিগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচেই বিরাট বড় ব্যবধানে তারা পরাজিত করেছে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবকে। আগামী ৭…

Young Footballer Debojit Roy

জয় দিয়েই এবারের কলকাতা ফুটবল লিগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচেই বিরাট বড় ব্যবধানে তারা পরাজিত করেছে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবকে। আগামী ৭ জুলাই নিজেদের ঘরের মাঠে জর্জ টেলিগ্ৰাফের মুখোমুখি হতে চলেছে বিনো জর্জের ছেলেরা্। সেই ম্যাচে ও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য তাদের। সেইমতো দলের ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন জুনিয়র দলের কোচ বিনো জর্জ।

এসবের মাঝেই নিজেদের দলের এক তরুণ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ম্যানেজমেন্ট। তিনি দেবজিত রায়। গত সিজনে লাল-হলুদ জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল ধূপগুড়ির এই ফুটবলারের। অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লিগে ইস্টজোন থেকে সর্বোচ্চ গোলদাতা নির্বাচন হয়েছিলেন আক্রমণভাগের এই ফুটবলার। করেছিলেন মোট দশটি গোল।

Advertisements

এছাড়াও ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ও তার পারফরম্যান্স ছিল যথেষ্ট প্রশংসনীয়। সেখানে ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন এই ফুটবলার। এমনকি এই টুর্নামেন্টের সেরা ফুটবলার ও মনোনীত হন দেবজিত। সবদিক খতিয়ে দেখেই এই ফুটবলারের সাথে চুক্তি বাড়াতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

জানা গিয়েছে, আগামী ৫ বছরের চুক্তিতে তাকে দলে রাখতে পারে ইস্টবেঙ্গল। আগের মরশুমে দুরন্ত ফুটবল খেলেও একাধিক টুর্নামেন্টের ফাইনালিস্ট হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। সেই সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মশাল ব্রিগেড।