ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের দলে চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। এমনটা জানা গিয়েছিল আগেই। সেই মতো ইতিমধ্যে একাধিক ফুটবলারের সম্মতি আদায় করে হয়েছে বলে খবর। সংবাদ মাধ্যমে প্রকাশ, এক বাঙালি স্ট্রাইকারকে দলে নিতে চাইছে লাল হলুদ শিবির।
জানা যাচ্ছে, শুভম ভৌমিক নামের এক বাঙালি স্ট্রাইকারকে দলে নিতে আগ্রহী কর্তারা। ইতিমধ্যে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে মনে করা হচ্ছে। শুভম উত্তরপাড়ার ছেলে।
শুভম ভৌমিককে দলে নেওয়ার জন্য মেহতাব হুসেইন, দেবজিতরা ক্লাবকে পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। নেতাজী ব্রিগেডের হয়ে খেলার সময় নজর কেড়েছিলেন শুভম। আই লিগের যোগ্যতা নির্ণায়ক পর্বেও খেলেছেন এই বাঙালি স্ট্রাইকার। দলবদলের বাজারে কর্তারা এমন ফুটবলার চাইছেন যাঁরা ঘরোয়া ফুটবলে তুলে ধরেছেন উল্লেখ্যযোগ্য পারফরম্যান্স। শুভম ভৌমিক তাঁদের মধ্যে অন্যতম।
শ্রী সিমেন্টের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি। তাই আগামী মরশুমে দল গঠিনের ব্যাপারে পাকাপাকি কিছু বলা হয়নি ক্লাবের তরফেও। ফলত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। নতুন করে আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।