East Bengal: অবশেষে জানা গেল ইস্টবেঙ্গল কর্তারা কবে বাংলাদেশে যাচ্ছেন

বাংলাদেশ যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আগেই। কিন্তু যাওয়া হয়নি এর আগে। বুধবারের খবর, সোমবার ওপর বাংলায় যাবেন লাল হলুদ (East Bengal) কর্তারা।  মনে করা…

East Bengal

বাংলাদেশ যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আগেই। কিন্তু যাওয়া হয়নি এর আগে। বুধবারের খবর, সোমবার ওপর বাংলায় যাবেন লাল হলুদ (East Bengal) কর্তারা। 

মনে করা হয়েছিল গত সপ্তাহেই বাংলাদেশে যাবেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু শেষ পর্যন্ত হয়নি সে যাত্রা। পিছিয়ে গিয়েছিল যাওয়ার দিন। আগামী সোমবার তাঁরা পদ্মার ওপারে যাবেন বলে জানা গিয়েছে। 

   

আগামী মরশুমের ইনভেস্টর হিসেবে এখনও চূড়ান্ত হয়নি বসুন্ধরা গ্রুপ। তবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ক্লাবের পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ থেকে কর্তারা সুখবর নিয়ে আসবেন বলে আশা করছেন ক্লাবের সমর্থকরা। 

ইতিমধ্যে শ্রী সিমেন্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে তারা আর কোনও সম্পর্ক রাখছে না। প্রক্রিয়া অনুযায়ী হবে বিচ্ছেদ। স্পোর্টিং রাইট ফিরিয়ে দেওয়া নিয়েও কোনো সমস্যা হবে না বলে শ্রী সিমেন্ট জানিয়ে দিয়েছে। তারা এও জানিয়েছে যে কেভিন লোবো সহ যে সাতজনের বেতন বকেয়া রয়েছে, তারা সেটা মেটাবে না।