East Bengal Club : নতুন কোচ এলে তাঁর সঙ্গেও আলোচনায় বসবে ক্লাব

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের দল নামানোর কথা রয়েছে। প্রতিযোগিতায় স্কোয়াড কেমন হবে সে ব্যাপারে কোচের সঙ্গে আলোচনায় বসতে পারে ক্লাব।     ঘরোয়া লিগের জন্য ইস্টবেঙ্গলের…

east-bengal

short-samachar

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের দল নামানোর কথা রয়েছে। প্রতিযোগিতায় স্কোয়াড কেমন হবে সে ব্যাপারে কোচের সঙ্গে আলোচনায় বসতে পারে ক্লাব।

   

ঘরোয়া লিগের জন্য ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন বিনো জর্জ। তিনি চূড়ান্ত হয়ে গিয়েছেন এমনটাই ধরে নেওয়া হচ্ছে। সন্তোষ ট্রফি জয়ী কেরালা দলের কোচের সঙ্গে ক্লাব কর্তারা দল নিয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

কোচ নিয়োগ করার আগেই বেশ কয়েকজন ফুটবলারকে লাল হলুদ কর্তারা নিশ্চিত করে ফেলেছেন। তাঁদেরকে দিয়েই কলকাতা ফুটবল লিগ খেলানো হতে পারে। কোচেরও কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে। সেই কথা মাথায় রেখে কোচের সঙ্গে আলোচনা হতে পারে।

মনে করা হচ্ছে, কোচের সঙ্গে আলোচনা করার পর আরও ফুটবলারকে ক্লাব সই করাতে পারে। সব মিলিয়ে দল গঠনের কাজ এখনও অনেকটাই বাকি। কোচ এলেই যে সমস্যার সমাধান হবে এমনটা নয়। অন্য দিকে ইস্টবেঙ্গল সমর্থকদের আশঙ্কা, বিগত কয়েক মরসুমের মতোই আবারও খারাপ ফল করবে ক্লাব। তবুও এক ঝাঁক তরুণ ফুটবলার ও অভিজ্ঞ কোচের হাত ধরে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও।