Open letter to the fans: ‘তাহলে একসঙ্গে চলো’, ডার্বির সুর বেঁধে দিয়েছে ইস্টবেঙ্গল

East Bengal supporter

ডার্বির (Kolkata Derby) উত্তেজনায় ফুটছে ময়দানে। টিকিটের হাহাকার, সমর্থক আবেগের বহিঃপ্রকাশ। কলকাতায় ফিরেছে চেনা ছবি। সর্বপরি শনিবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে খোলা চিঠি। সমর্থকদের জন্য খোলা চিঠি (open letter)।

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর থেকে ভারতীয় ফুটবলের অনেকটা পেশাদার মোড়কে। ইমামি ইস্টবেঙ্গল সেখানে ব্যতিক্রমী। বড় ম্যাচের আগের দিন খোলা চিঠি পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে স্পষ্ট বলা রয়েছে, সমর্থকরাই ক্লাবের আসল মালিক।  চিঠির একটি অংশে লেখা, “যদি তাড়াতাড়ি যেতে চাও, তাহলে একাই চল। কিন্তু যদি অনেক দূর যেতে চাও, তাহলে একসঙ্গে চল।”

Advertisements

ডার্বির প্রাক্কালে উক্ত লাইন দুটোর ব্যাখ্যা অনেকভাবে হতে পারে। “একসঙ্গে” বলতে ক্লাব, কোম্পানি, সমর্থকবৃন্দ… সকলকে একত্রে বোঝানো যেতে পারে। আবার বৃহৎ পরিসরে, মানে আপামর ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও এই কথাটা খাটতে পারে। দেশের ফুটবলের সার্বিক উন্নতির জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগানে ভেদাভেদ নয়, বরং সমষ্ঠীগত প্রয়াসে সাফল্য মিলতে পারে। সব মিলিয়ে ডার্বির উত্তাপে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের তরফে।