বদলে গেল ইস্টবেঙ্গলের (East Bengal) অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নাম। শ্রী সিমেন্ট যুক্ত হওয়ার পর নাম বদল করা হয়েছিল। এতো দিন সেই নামটাই প্রোফাইলে দেখা যেত।
ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নতুন নাম – ইমামি ইস্টবেঙ্গল। আগে যা ছিল এসসি ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্টের সময় থেকে এসসি ইস্টবেঙ্গল নাম ব্যবহার করা হচ্ছিল। সিমেন্ট কোম্পানি চলে যাওয়ার বেশ কিছু দিন পরেও সেই নামটাও ছিল। অবশেষে সেটায় বদল করা হল।
আধুনিক ফুটবলে সামাজিক মাধ্যমের গুরুত্ব অপরিসীম। দল সংক্রান্ত খবরাখবর হোক কিংবা সমর্থকদের সঙ্গে সংযোগ, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইস্টবেঙ্গল সমর্থকরাও নিজেদের প্রিয় ক্লাবের সোশ্যাল অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার অপেক্ষায় রয়েছেন। শুক্রবার নাম পরিবর্তন হওয়ার পর অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন। এবার এই অফিসিয়াল অ্যাকাউন্ট পুরোপুরি অ্যাক্টিভ হওয়ার অপেক্ষা। সমর্থক এবং ফুটবল প্রেমীরা সরাসরি যুক্ত হতে পারবেন ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে।