East Bengal : ১৬ ই আগষ্ট ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এক অত্যন্ত বিপর্যয়ের দিন।আজ’ই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন’কে নির্বাসিত করেছে ফিফা। এর ফলে ভবিষ্যৎ অন্ধকারে গেলো ভারতীয় ফুটবলের।
এই নির্বাসনের প্রভাবে নানান সমস্যায় জড়াবে ভারতীয় ফুটবল সেকথা বলাই বাহুল্য।এমনই একটা সমস্যার উদ্রেক হয়েছিল ইস্টবেঙ্গল’কে কেন্দ্র করে।কারণ এই নির্বাসন লাগায় আর কোনও বিদেশি ফুটবলার’কে সই
করাতে পারবেনা লাল হলুদ ব্রিগেড।এর ফলে স্বাভাবিক ভাবেই একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল ক্লাব সমর্থক’দের মনে।
ঠিকঠাক বিদেশি নির্বাচন না করায় কতোটা সমস্যায় পরেছিল ইস্টবেঙ্গল , তা গত দুই মরশুমের আইএসএলে দেখা গেছে।তাই স্বাভাবিক ভাবেই নয়া মরশুমে ক্লাব এই সমস্যায় ফের আরেকবার জড়াক তা চাইবেন না কোনও সমর্থক।
গোটা বিষয়টি নিয়ে যাতে জল্পনার পরিমাণ আর না বারে,তাই সরাসরি ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকারের সাথে যোগাযোগ করেন সংবাদ মাধ্যম।গোটা বিষয়টাকেই দেবব্রত বাবু জল্পনা বলেই উড়িয়েছে।পাশাপাশি জানিয়েছেন ইস্টবেঙ্গলের সব বিদেশি ফুটবলার’দের সই করানো হয়ে গেছে,তাই নির্বাসনের প্রভাব ক্লাবে পরবেনা।এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এই নির্বাসন খুবই তাড়াতাড়ি উঠে যাবে,বুধবারের মধ্যে সুপ্রিম কোর্ট সঠিক কাগজপত্র জমা দিয়ে দিলে আর কোনও সমস্যা হবেনা, এবং তার পূর্ণ আস্থা আছে মহামান্য পূর্ণ আদালতের উপর।
মাঝে অনেকটা সময় টালাবাহান চলার পর ইস্টবেঙ্গল চুক্তি সেরেছিলো ইমামি’র সাথে,অনেকটা সময় কেটে যায় এক্ষেত্রে, তাই দল গঠনটা খানিকটা পরে শুরু করেছিল লাল হলুদ।এখনো এশিয়ান কোটার ফুটবলারের নাম ঘোষণা করেনি ক্লাব।তাই সমর্থক’রা চিন্তায় পরে যায়।তবে এবার নীতুর বক্তব্য রাখার পর আশ্বস্ত হতেই পারে তারা।
এদিকে নির্বাসিত হওয়া ভারতের মাটিতে মেয়েদের অনূর্ধ – ১৭ বিশ্বকাপ আয়োজন স্থগিত হলো,ভারতের পুরুষ দল খেলতে পারবেনা এশিয়ান চ্যাম্পিয়ান , মোহনবাগান খেলতে পারবেনা এএফসি কাপে,আর নতুন কোনও বিদেশি ফুটবলার’কে সই করাতে পারবেনা কোনও ক্লাব,আবার সই করা ফুটবলার বিদেশের কোন ক্লাবে যোগদান করতে পারবেনা।