East Bengal: ‘এরকম ঘটনা জীবনে প্রথম দেখলাম’, সাংবাদিক সম্মেলনে বললেন দেবব্রত

একটি ইউটিউব ভিডিওকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবকে উদ্দেশ্য করে করা হয়েছে কদর্য মন্তব্য। প্রতিবাদে গর্জে উঠেছেন ইস্টবেঙ্গল (East Bengal)…

Emami and East Bengal Club already applied for new company name

একটি ইউটিউব ভিডিওকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবকে উদ্দেশ্য করে করা হয়েছে কদর্য মন্তব্য। প্রতিবাদে গর্জে উঠেছেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সমর্থকরা। সমর্থকদের চাপে অবশেষে মুখ খুলেছেন লাল হলুদ কর্তারা। ভেঙেছেন নীরবতা। সাংবাদিক সম্মেলন থেকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার সমর্থকদের শান্ত থাকতে বলেছেন। 

লড়াই, লড়াই আর লড়াই, জাতীয় দলে কামব্যাক করতে এটাই মন্ত্র শামির

   

ইস্টবেঙ্গল সমর্থকরা ওই ভিডিওর কারণে যথেষ্ট আহত হয়েছেন। ফোন, মেসেজ এমনকি ইমেলের মাধ্যমেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। সর্বোপরি ক্লাব কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

Manu Bhaker: ৩২ বছর ধরে পাকিস্তান যা পারেনি ভারতের মনু ৬ দিনে করে দেখিয়েছেন

সাংবাদিক সম্মেলন থেকে দেবব্রত সরকার বলেছেন, “বহু মানুষের কাছ থেকে ফোন পেয়েছি। আমাদের সমর্থকরা ভীষণভাবে আহত হয়েছে। তাই এ ব্যাপারেই আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি। আমাদের সমর্থকরা ক্ষিপ্ত, আহত হচ্ছে। তাই এই সাংবাদিক সম্মেলন করে বলছি আপনারা শান্ত থাকুন। এই রকম ঘটনা জীবনে প্রথম দেখলাম। এমন ঘটনা এর আগে দেখিনি।”

Jobby Justin: দেখতে দেখতে ৭ গোল হয়ে গেল জবির

এখানেই শেষ নয়। ঘটনার দিকে আপাতত নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদ কর্তা আরও বলেছেন, “বিষয়টির উপর নজর রাখছি। আগামী দিনে কী করণীয় সে ব্যাপারে আমরা বিবেচনা করবো।”