ঘরোয়া লিগের প্রস্তুতিতে জোরদার শুরু ময়দানের দুই প্রধানের

East Bengal & Mohun Bagan will starts Practice Session for CFL 2025

আগামী ২৫ জুন থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ফুটবল লিগ (CFL 2025)। প্রতিবারের মতো এবারও প্রিমিয়ার ডিভিশনের লড়াই জমে উঠবে বহু ঐতিহ্যশালী ক্লাবের অংশগ্রহণে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাব অনুশীলন শুরু করে দিয়েছে। বড় দলগুলোর মধ্যে সবার আগে প্রস্তুতি শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদের অনুশীলন শুরু হবে আগামী বুধবার অর্থাৎ ৫ জুন, যেখানে প্রথম রাউন্ডেই তাদের মুখোমুখি হতে হবে মেসারার্স ক্লাবের।

থাইল্যান্ডের বিপক্ষে নজর কাড়তে পারেন ব্লু টাইগার্সের সম্ভাব্য এই পাঁচ তারকা

   

ইস্টবেঙ্গলের আগে শুরু, লক্ষ্য লিগ শিরোপা

ইস্টবেঙ্গল কর্তারা সবসময় ঘরোয়া লিগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে এসেছেন। এখান থেকেই উঠে এসেছেন বিষ্ণু, সায়ন, জেসিনদের মতো তরুণ প্রতিভা। এবারও কোচ বিনো জর্জের নেতৃত্বে দল গঠনে রাখা হয়েছে স্পষ্ট রূপরেখা। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে ইতিমধ্যেই সই করিয়েছে ক্লাব। এছাড়াও আই লিগের দল রিয়াল কাশ্মীর থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার রামসাঙ্গাকে দলে নেওয়ার পরিকল্পনা চলছে।

কোচ বিনো জর্জ স্পষ্ট করে দিয়েছেন, এবার ঘরোয়া লিগ জেতাই তাঁর প্রধান লক্ষ্য। গত সিজনে মশাল ব্রিগেড ঘরোয়া লিগে অপরাজিত থাকলেও আইনি জটিলতায় এখনো পর্যন্ত চ্যাম্পিয়নের শিরোপা তাদের হাতে ওঠেনি। বিষয়টি আদালতের রায়ের উপর নির্ভর করছে। তবুও সেই বিতর্ক ঝেড়ে ফেলে এবারে শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাইছে লাল-হলুদ শিবির।

বিসিসিআইয়ে নেতৃত্ব পরিবর্তনের পালা! সভাপতি পদে বসছেন কংগ্রেস সাংসদ

১৬ জুন থেকে অনুশীলনে মোহনবাগান, নজর নতুনদের উপর

ইস্টবেঙ্গলের ঠিক দশ দিন পর, আগামী ১৬ জুন থেকে অনুশীলনে নামবে মোহনবাগান (Mohun Bagan)। সবুজ-মেরুন ব্রিগেড গত সিজনে শুধুমাত্র সিনিয়র পর্যায়ে নয়, বরং বয়সভিত্তিক প্রতিযোগিতাতেও দাপট দেখিয়েছে। ডেগি কার্ডোজোর কোচিংয়ে যুব লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগানের যুব দল। তাই মূলত সেই সফল যুব দলকেই এবার ঘরোয়া লিগে খেলানোর পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের।

এছাড়া, যুব লিগ থেকে উঠে আসা একাধিক প্রতিভাবান খেলোয়াড় ইতিমধ্যেই নজর কেড়েছেন জাতীয় দলের নির্বাচকদের। উল্লেখযোগ্যভাবে, সুহেল ভাট ইতিমধ্যেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। মোহনবাগানের মাঠে বর্তমানে সংস্কারের কাজ চলায় দলটি অনুশীলন করবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

দীর্ঘমেয়াদি চুক্তিতে কেরালা শিবিরে যোগ দিলেন মুম্বইয়ের ফুটবলার

দ্রুত প্রস্তুতিতে নামছে মহামেডান স্পোর্টিং

এদিকে, তৃতীয় ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিংও খুব শীঘ্রই ঘরোয়া লিগের প্রস্তুতি শুরু করতে চলেছে। নিজেদের পুরোনো ঐতিহ্য পুনরুদ্ধারে আগ্রহী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রিগেড। তাদের লক্ষ্য, এই লিগে ভালো ফল করে নতুন মরশুমের জন্য শক্ত ভিত গড়া।

মনিপুরী এই ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়ল চেন্নাইয়ের

শহরের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা

এই বছর ঘরোয়া লিগ ঘিরে আগ্রহ তুঙ্গে। নতুন প্রতিভার উত্থান, আইনি টানাপোড়েন, ও অভিজ্ঞদের ফেরার জোর — সব মিলিয়ে এবারের লিগ হয়ে উঠতে চলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান, এই তিন প্রধান দলের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে লিগের আকর্ষণ।

ঘরোয়া লিগ মানে শুধু ফুটবল নয়, সেটা কলকাতার ক্রীড়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে যেতে মাঠে নামছে শহরের ক্লাবগুলি। কারা হবে নতুন চ্যাম্পিয়ন, কারা উঠে আসবে ভবিষ্যতের তারকা হিসেবে — সব প্রশ্নের উত্তর মিলবে আসন্ন ম্যাচগুলোতে। আপাতত শহরের ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছে ২৫ জুনের দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleসিকিমে সেনাঘাঁটিতে ধস! মৃত ৩, নিখোঁজ ৬ জওয়ান, চলছে উদ্ধারকাজ
Next articleদিতে হবে কোভিড এর ডিটেইল রিপোর্ট, কেন্দ্রকে আদেশ হাই কোর্টের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।