দুই প্রধানের কারা সুযোগ পেলেন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে?

আগামী ৯ই অক্টোবর এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার (AFC Asian Cup Qualifiers ) ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সিঙ্গাপুর ফুটবল দল। বর্তমান…

east-bengal-mohun-bagan-players-india-squad-afc-asian-cup-qualifiers-2025-singapore

আগামী ৯ই অক্টোবর এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার (AFC Asian Cup Qualifiers ) ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সিঙ্গাপুর ফুটবল দল। বর্তমান ফিফা তালিকা অনুযায়ী তাঁদের থেকে ভারতীয় ফুটবল দল বেশ অনেকটাই এগিয়ে থাকলেও লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তাই গত কাফা নেশনস কাপের পর এবার এই ম্যাচ নিয়ে যথেষ্ট পরিকল্পনা সাজাতে শুরু করেছেন খালিদ জামিল‌। উল্লেখ্য, গত কাফা নেশনস কাপ থেকেই ব্লু-টাইগার্সদের দায়িত্ব পালন করে আসছেন এই ভারতীয় কোচ। সেই টুর্নামেন্টে ব্রোঞ্জ জয় করে সন্তুষ্ট থাকতে হলেও এবার জয়ের ধারা বজায় রাখতে চান খালিদ।

Advertisements

সেইমতো গত মাসের মাঝামাঝি সময় থেকেই বেঙ্গালুরুর বুকে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই দলের সাথে যুক্ত হতে শুরু করেছিলেন ফুটবলাররা। তাঁদের অধিকাংশ ফুটবলারদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়ার পর অবশেষে রবিবার সন্ধ্যায় প্রথম লেগের ম্যাচের জন্য মোট ২৩ জন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। সেই অনুযায়ী দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের প্রায় অধিকাংশ ফুটবলাররা স্থান পেয়েছেন এই তালিকায়।

   

যাদের মধ্যে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট থেকে সুযোগ পেয়েছেন মোট ৫ জন ফুটবলার। তাঁদের মধ্যে লাল-হলুদ শিবির থেকে রাখা হয়েছে দাপুটে ডিফেন্ডার আনোয়ার আলি এবং উইঙ্গার নাওরেম মহেশ সিংকে। এছাড়াও সবুজ-মেরুন থেকে রয়েছেন যথাক্রমে দুই তারকা মিডফিল্ডার। দীপক টাংড়ি এবং সাহাল আব্দুল সামাদ। এছাড়াও ফরোয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে লিস্টন কোলাসোকে। এবার অন্যান্য ফুটবলারদের পাশাপাশি দুই শিবিরের ফুটবলারদের দিকে ও বিশেষ নজর থাকবে বাংলার ফুটবলপ্রেমীদের।