East Bengal-Mohun Bagan: কুয়াদ্রত-মোলিনা দু’জনের গলায় একই সুর!

এবারের মরসুমে কলকাতার দুই প্রধানের (East Bengal-Mohun Bagan) মধ্যে লড়াই চলতে পারে কাঁটায় কাঁটায়। মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এবার ইস্টবেঙ্গল এফসি-ও খাতায় কলমে ভাল দল…

mohun bagan vs east bengal

এবারের মরসুমে কলকাতার দুই প্রধানের (East Bengal-Mohun Bagan) মধ্যে লড়াই চলতে পারে কাঁটায় কাঁটায়। মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এবার ইস্টবেঙ্গল এফসি-ও খাতায় কলমে ভাল দল গঠন করেছে। ফলত দুই দলের কোচই ভাল ফলাফল করার ব্যাপারে আশাবাদী। ইস্টবেঙ্গল কঃ কার্লেস কুয়াদ্রত ও মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা, দু’জনেই ট্রফি জয় করার জন্য মাঠে নামার কথা বলেছেন। এ ব্যাপারে দুই দলের হেড কোচের বক্তব্য মোটামুটি একই।

   

Mohun Bagan SG: ট্রফি জয়ের সহজ উপায় বলে দিলেন জেমি

“ভারতীয় ফুটবলে আমার সাত বছরের কেরিয়ারে এটা অবশ্যই অন্যতম সেরা স্কোয়াড। অবশ্যই, আমরা চাপে থাকব, তবে ফুটবল এমন চাপের মধ্যে থাকা এবং চ্যালেঞ্জগুলি গ্রহণ করতেই হবে,” কিছু দিন আগে বলেছিলেন কুয়াদ্রাত।

স্প্যানিশ কোচের বিশ্বাস, এই মরসুমে তাঁর দল আরও সক্রিয় ও আক্রমণাত্মক হবে। “গত মরসুমে দলের গভীরতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট ছিল না। তবে এবার প্রতিযোগিতার ফাইনালে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। গত মরসুমে গোল রক্ষা ও পয়েন্ট জেতার ব্যাপারটাই বেশি ছিল। কিন্তু এখন আমাদের হাতে বিকল্প আছে এবং এই মরসুমে আমরা আরও আক্রমণাত্মক হতে যাচ্ছি।”

Mohun Bagan: ১০ মিনিটে সুহেলের হ্যাটট্রিক, মোহনবাগানের ৫ গোল

মঙ্গলবার বাগান কোচ হোসে মোলিনা বলেছেন, ‘অবশ্যই আমরা আক্রমণাত্মক হতে চাই এবং মাঠে গোল করার জন্য ঝাঁপাতে চাইবো।’ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, ‘এবার আমরা এমন একটা দল হতে চাই, যারা আধিপত্য বিস্তার করতে পছন্দ করে। সবাই এখন মোহনবাগানকে হারাতে চায়, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মোহনবাগানের ক্ষেত্রে এটাই বড় কথা, প্রতিটি ম্যাচের জন্য আমাদের বাড়তি পরিশ্রম করতে হবে।’