East Bengal : লাল হলুদের সম্ভাব্য সচিব মুখ্যমন্ত্রী মমতার দাদা

শরীর ভালো যাচ্ছে। ইস্টবেঙ্গল (East Bengal) সচিব পদের দায়িত্বে আর থাকতে চাইছেন না কল্যাণ মজুমদার। আগামী দিনে এই বিশেষ পদে দেখা যেতে পারে নতুন কোনো…

East Bengal : লাল হলুদের সম্ভাব্য সচিব মুখ্যমন্ত্রী মমতার দাদা

শরীর ভালো যাচ্ছে। ইস্টবেঙ্গল (East Bengal) সচিব পদের দায়িত্বে আর থাকতে চাইছেন না কল্যাণ মজুমদার। আগামী দিনে এই বিশেষ পদে দেখা যেতে পারে নতুন কোনো মুখ। ক্লাবের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমন জল্পনা।

গত কয়েক বছর ধরে সচিব কল্যাণ মজুমদারের শরীর ভালো যাচ্ছে না। তাঁর শারীরিক অবস্থার খবর কারও অজানা নয়। নয়া সচিব নিয়ে আগেও হয়েছে আলোচনা। খোঁজ চলছে। একাংশের মতে ক্লাবের বর্তমান সহ সচিব রূপক সাহা বসতে পারেন সচিবের আসনে। ফুটবল মহলের অন্য এক অংশ ইস্টবেঙ্গলের সচিব পদে রুপককে দেখছেন না। বরং উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার নাম।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অর্থাৎ অজিত বন্দ্যোপাধ্যায়। আইএফএ’র বর্তমান সভাপতি। ইস্টবেঙ্গল কোর কমিটির সদস্য। ক্লাব কর্তাদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। জানা গিয়েছে শ্রী সিমেন্ট কিংবা হালের বসুন্ধরা গ্রুপের সঙ্গে ক্লাবের যোগাযোগের রাস্তা মসৃণ করার কাজে তিনি অন্যতম কারিগর।

Advertisements

আইএফএ’র সভাপতি পদে আর থাকতে চাইছেন না অজিত, এমনটা মনে করছেন কেউ কেউ। তিনি সত্যিই সভাপতি পদ থেকে সরে দাঁড়ালে ইস্টবেঙ্গল জল্পনা আরও বাড়বে বৈ কমবে না।