চলতি সিজনের শুরু থেকেই ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সবচেয়ে ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন মাদিহ তালাল (Madih Talal)। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিটি ক্ষেত্রেই দলের মাঝমাঠের চালিকা শক্তি হিসেবে উঠে এসেছিলেন এই ফরাসি তারকা। কার্লেস কুয়াদ্রাতের পর নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজনের দায়িত্ব গ্ৰহণের পরেও দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাদিহ তালাল। কিন্তু পরিস্থিতি বদলে যায় গত বৃহস্পতিবার। এদিন নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল অস্কারের ইস্টবেঙ্গল দল।
Also Read | চোট সমস্যার জের, অনুশীলনে অনুপস্থিত মহেশ
যুবভারতীর বুকে এই ম্যাচ খেলতে গিয়েই গুরুতর জখম হন এই ফরাসি তারকা। মাটিতে পড়ে গিয়ে প্রবল যন্ত্রনায় মাঠের মধ্যেই আর্তনাদ করতে থাকেন এই প্লে মেকার। যারফলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই দাপুটে ফুটবলারকে। তা দেখে প্রায় সকলেই অনুমান করতে পেরেছিল যে আগামী বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে দলের এই ভরসাযোগ্য মিডফিল্ডারকে। তবে সাময়িক সুশ্রুষার পর মাঝে একবার মাঠে ফিরে আসলেও খুব একটা সময় সক্রিয়তা দেখাতে পারেননি এই দাপুটে ফুটবলার।
সেজন্য তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন অস্কার ব্রুজন। পরিবর্তে মাঠে আসেন ভারতীয় উইঙ্গার নন্দকুমার সেকার। যারফলে কিছুটা হলেও সামাল দেওয়া গিয়েছিল পরিস্থিতি। কিন্তু অনবদ্য লড়াই করেও আসেনি জয়। যারফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগে দুইবারের সাক্ষাতেই পরাজিত হতে হয় ইস্টবেঙ্গল দলকে। এই ম্যাচে পরাজিত হতে হলেও মাদিহ তালালের ফিরে আসার কথা ভাবতে শুরু করেছিলেন সমর্থকদের একাংশ। অবশেষে এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব।
Also Read | আইএসএলে পরবর্তী লক্ষ্য কী জানালেন প্রাক্তন বাগান ফুটবলার
🚨 𝗖𝗟𝗨𝗕 𝗦𝗧𝗔𝗧𝗘𝗠𝗘𝗡𝗧 🚨
East Bengal FC midfielder Madih Talal unfortunately sustained a knee injury in the recent home match against Odisha FC.
After evaluating the medical reports, the club can confirm that he will be ruled out for the remainder of the ongoing #ISL… pic.twitter.com/OsVfQdh9n8
— East Bengal FC (@eastbengal_fc) December 19, 2024
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে এই ফরাসি তারকাকে নিয়ে বিশেষ বিবৃতি জারি করে ক্লাব কর্তৃপক্ষ। সেখানে বলা হল, ” ইস্টবেঙ্গল এফসির মিডফিল্ডার মাদিহ তালাল দুর্ভাগ্যবশত ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। পরবর্তীতে তাঁর মেডিকেল রিপোর্ট মূল্যায়ন করা হয়। সেই অনুযায়ী ক্লাব নিশ্চিত করতে পারে যে তিনি এই আইএসএল মরসুমের বাকি ম্যাচ গুলি কোনও ভাবেই খেলতে পারবেন না। আমরা মাদিহের দ্রুত সুস্থতা কামনা করি। পরবর্তীতে এই সংক্রান্ত কিছু জানা গেলে সেটির আপডেট দেওয়া হবে।”