East Bengal Club : কবে থেকে শুরু হচ্ছে অনুশীলন? হয়তো আজই জানা যাবে

East Bengal may start practice soon

কলকাতায় পৌঁছে গিয়েছেন ইস্টবেঙ্গলের (East Coach) নতুন কোচ (East Bengal Coach)। হাসি মুখেই লাল হলুদ তাঁবুতে প্রবেশ করেছেন বিনো জর্জ (Bino George)। আজই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি।

আসন্ন ঘরোয়া টুর্নামেন্টের জন্য লাল হলুদ ব্রিগেডের কোচের দায়িত্বে থাকবেন কেরালার সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ। কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপের জন্য প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আগস্ট থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। ভালো ফল করতে হলে দ্রুত দল নিয়ে মাঠে নামতে হবে ক্লাবকে। শুরু করতে হবে অনুশীলন।

   

সমস্ত জট কাটিয়ে স্বাভাবিক ছন্দে চলার ইঙ্গিত দিচ্ছে ইমামি-ইস্টবেঙ্গল। সই সংবাদ কবে দেওয়া হবে সেই তারিখ ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতার নামী হোটলে থেকে ঘোষণা করা হবে দল ও কোম্পানির যৌথ সিদ্ধান্ত। সেখানে এক টেবিলে উপস্থিত থাকতে পারেন নতুন কোচ বিনো জর্জ। ইন্ডিয়ান সুপার লিগের জন্য কোচ করা হয়েছে স্টিফেন কন্সটান্টাইনকে। বিনো তখন দলের প্রধান কোচের সহকারী হতে পারে।

জানা গিয়েছে, আজ বিকেলে লাল হলুদ তাঁবুতে আলোচনায় বসবেন ক্লাব কর্তারা। বিনো সেখানে থাকবেন বলে অনুমান। ছেলেদের নিয়ে কোচ কবে অনুশীলনে নামবেন সে ব্যাপারে নেওয়া হতে পারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত। এটা অবশ্য আগেও শোনা গিয়েছিল, সই ঘোষণার দিনের আগেই অনুশীলন শুরু করে দিতে পারে ইস্টবেঙ্গল। পরিস্থিতি যা, তাতে দ্রুত লাল হলুদের অনুশীলন শুরু হয়ে যেতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন