East Bengal : লাল-হলুদ আকাশে রবি উদয়, ক্লাবের পথে একাধিক ফুটবলার

নতুন করে আশার আলো। শনিবার সন্ধ্যায় খবর মিলেছিল বিশ্বকাপে খেলা এক তরুণ ভারতীয়কে চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এরপর দলবদলের বাজারে লাল হলুদের দল…

East Bengal : লাল-হলুদ আকাশে রবি উদয়, ক্লাবের পথে একাধিক ফুটবলার

নতুন করে আশার আলো। শনিবার সন্ধ্যায় খবর মিলেছিল বিশ্বকাপে খেলা এক তরুণ ভারতীয়কে চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এরপর দলবদলের বাজারে লাল হলুদের দল গঠন নিয়ে শুরু হয়েছে আলোচনা। রবিবার সকালের খবর, আরও দুই ফুটবলার রয়েছেন তাঁবুর পথে।

স্পোর্টিং রাইট ফিরে পাওয়ার আগে থেকে দল গোছানোর কাজে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। একাধিক ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ক্লাব।

মনে করা হয়েছিল স্পোর্টিং রাইট ফিরে পাওয়ার পর দল গঠনের কাজে আরও গতি আসতে পারে। আপাতত যা আপডেট তাতে আগামী দিনে আরও চমক দিতে পারে শতাব্দী প্রাচীন এই ক্লাব।

Advertisements

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা মহম্মদ রকিপ দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। রকিপ মণিপুরের ফুটবলার। মূলত খেলেন রক্ষণভাগে। তাঁকে দুই বছরের চুক্তিতে দলে নিতে চাইছেন লাল হলুদ কর্তারা, এমনটাই মনে করছেন ময়দানের একাংশ।

কম বয়সেই ফুটবল অনুরাগীদের নজর কেড়েছেন মহম্মদ রকিপ। ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে বেশ কিছু ম্যাচ খেলেছেন বছর একুশের এই ডিফেন্ডার।