ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) আগে খেলে যাওয়া এই ফুটবলারের সঙ্গে চুক্তি নিশ্চিত হতে চলেছে মনে করা হচ্ছে। মাত্র ২৬ বছর বয়সে খেলেছেন ভারতের একাধিক নামকরা ক্লাবে। যার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবও রয়েছে।
শোনা যাচ্ছে, সালাম রঞ্জন সিংয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কলকাতা ময়দানের পরিচিত মুখ সালাম। অল্প দিনেই নিজের জাত চিনিয়েছেন। একাধিক ক্লাবে খেলেছেন। কিন্তু কোথাও থিতু হতে পারেননি। অন্য দিকে বলা যায়, খুব বেশি সুযোগও পাননি তিনি। ইস্টবেঙ্গলের হয়ে খেলার সময় একাধিকবার নিজের স্কিল দেখিয়েছিলেন।
ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে খুবই কম। সব মিলিয়ে তিনটি ম্যাচে তিনি অংশ নিয়েছিলেন। মাঠে ছিলেন ২০০ মিনিটের একটু বেশি সময়। স্বভাবতই তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে চাইবেন। ইস্টবেঙ্গল ক্লাবে নিজের ফেলে আসা জায়গা ফের ভরাট করার লক্ষ্য নিতে পারেন সালাম রঞ্জন সিং।
২০১৭-১৯ মরশুমে লাল হলুদ জার্সিতে খেলেছিলেন। বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছেন। এরপরেই কলকাতার ওপর এক ক্লাব এটিকে তাঁকে সই করিয়েছিল। নতুন ক্লাবে তিনি সুযোগ পাননি বলা চলা। পরবর্তীকালে এটিকে মোহন বাগানেও সেই একই ছবি। সালামের নাম থাকতো না ম্যাচের প্রথম একাদশে। ২০২১ সালে গিয়েছিলেন চেন্নাইয়ান ফুটবল ক্লাবে। দেশের দক্ষিণে গিয়েও তাঁর ভাগ্য ফেরেনি।