জামশেদপুর এফসিতে খেলা এই ফুটবলারকে নিতে পারে East Bengal

East Bengal FC

তরুণ প্রতিভা অন্বেষণ চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিপূর্বে কয়েকজন উঠতি তারকা সম্মতি আদায় করা হয়েছে বলে জানা গিয়েছিল। সেই তালিকায় আরও একটি নাম যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

কলকাতা ফুটবল লিগ ২০২১- এ ভালো ফুটবল খেলেছিলেন দীপক কুমার রজক। একুশ বছর বয়সী এই ফুটবলার ২০১৮ সালে টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েট। বাম দিকের উইং বরাবর তিনি খেলতে ভালবাসেন। বিএসএস স্পোর্টিং থেকে তাঁকে লাল হলুদ ক্লাবে নিয়ে আসা হতে পারে বলে গুঞ্জন। এছাড়াও জামশেদপুর এফসির অনূর্ধ্ব ১৮ এবং রিজার্ভ দলের সদস্য ছিলেন দীপক। 

   
Advertisements

ঘরোয়া ফুটবলে নজর টানা ফুটবলারদের প্রাথমিকভাবে নিশ্চিত করতে চাইছে ইস্টবেঙ্গল। আসন্ন কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে তরুণ তুর্কিদের দেখে নেওয়া হতে পারে । প্রাথমিক পর্বে বাছাই হওয়া ফুটবলারদের মধ্যে থেকেই পরবর্তীকালে ইন্ডিয়ান সুপার লিগের জন্য চুক্তি করা হতে পারে বলে অনুমান।