East Bengal : ডার্বি’তে স্টিফেনের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই ফুটবলার

Emami East Bengal

শেষ দুই ডুরান্ড কাপের ম‍্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে বেশ কার্যকর ফুটবল খেলতে দেখা গেছে তুহিন দাস’কে।লিলুয়ার এই ফুটবলার ইতিমধ্যে দাগ কেটেছে সমর্থক’দের মনে।

২২ বছর বয়সী এই ফুটবলার’কে ডুরান্ড কাপ শুরু’র আগে আনা হয়েছিল সিনিয়র স্কোয়াডে।পরিবর্ত হিসেবে প্রথম ম‍্যাচে খেলতে নেমে নজর কাড়েন তুহিন।এরপর রাজস্থানের বিপক্ষে ম‍্যাচে কোচ স্টিফেন কনস্টানটাইন তাকে শুরু থেকেই খেলিয়েছিলেন।

   

তুহিনের সৈজন‍্যে ইস্টবেঙ্গলের বামপ্রান্ত বেশ সচল দেখিয়েছে শেষ দুই ম‍্যাচে।দলের স্ট্রাইকার’দের উদ্দেশ্যে দারুণ সব ক্রস বাড়াচ্ছিলেন ম‍্যাচে।তাই রাত পোহালে কেরিয়ারের প্রথম ডার্বি ম‍্যাচে খেলতে নামতে চলেছেন এই বাঙালি ফুটবলার, এমনটাই মনে করছেন সকলে।

ছেলের প্রবল সম্ভাবনা ডার্বি ম‍্যাচে খেলার।তাই রোববার যুব ভারতী ক্রীড়াঙ্গনে গোটা পরিবার নিয়ে ম‍্যাচ দেখতে যাচ্ছেন তুহিনের বাবা তুষার দাস।যিনি পেশায় একজন সরকারি কর্মচারী।জানিয়েছেন তাদের পুরো পরিবারটাই ইস্টবেঙ্গল সমর্থক।

ম‍্যাচের আগে কথা বলা হয়েছিল তুহিনের ছোটোবেলার কোচ অনুপ নাগের সাথে । তিনি জানিয়েছেন তুহিনের বা পা দারুণ সচল।তবে এখনও অনেক দুর যাওয়া বাকী তার।

ইস্টবেঙ্গল অনূর্ধ -১৬ দল,উত্তরপাড়া নেতাজি ব্রিগেড,কালীঘাট এম এস,জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেছিলেন এই তরুণ ফুটবলার।ফের আরেকবার বড় ম‍্যাচে এক তারকার জন্ম হয় নাকি, এখন নজর থাকবে সেই দিকে ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন