East Bengal: নৈহাটি-কল্যাণীর ঘরোয়া ম্যাচ থেকে ফুটবলার বাছাই করতে পারে ইস্টবেঙ্গল

ফুটবলার বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। ঘরোয়া প্রতিভা দলে নেওয়ার ব্যাপারে আপাতত জোর দিচ্ছেন কর্তারা। সেই লক্ষ্যে নৈহাটি, কল্যাণীর ঘরোয়া ম্যাচে নজর…

ফুটবলার বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। ঘরোয়া প্রতিভা দলে নেওয়ার ব্যাপারে আপাতত জোর দিচ্ছেন কর্তারা। সেই লক্ষ্যে নৈহাটি, কল্যাণীর ঘরোয়া ম্যাচে নজর রাখবে ইস্টবেঙ্গল। 

ঘরোয়া ফুটবলার বাছাই করার জন্য প্রাক্তন ফুটবলারদের নিযুক্ত করেছে ক্লাব। তাঁরাই নজর রাখবেন বিভিন্ন ম্যাচের ওপর। সপ্তাহের প্রথম দিন থেকেই মাঠে নেমে পড়ছেন দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন ফুটবলাররা। 

   

বিভিন্ন ম্যাচের প্রতি লক্ষ্য রাখবেন প্রাক্তন ফুটবলাররা। প্রাথমিকভাবে যাদের খেলা তাঁদের নাম উঠে যাবে রিক্রুটারদের নোট বুকে। রিক্রুটাররা সেই নাম পাঠাবেন ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। কোন ফুটবলারকে দলে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন কর্তারা ।

East Bengal
ঘরোয়া ফুটবলার বাছাইয়ের পর্ব ইস্টবেঙ্গলে। ছবি – প্রতীকী

ইতিমধ্যে কয়েক জন স্থানীয় ফুটবলারের সম্মতি আদায় করা হয়েছে বলে জানা গিয়েছিল। কলকাতা লিগ, ডুড়ান্ড কাপের মতো টুর্নামেন্টে দল নামাতে পারে ইস্টবেঙ্গল। সেখানেই পরখ করে নেওয়া হবে স্থানীয় প্রতিভাদের। আপাতত জোর কদমে চলছে বাছাই পর্ব।