East Bengal : অরিন্দমকে আর হয়তো রাখবে না ইস্টবেঙ্গল

আগামী মরশুমে অরিন্দম ভট্টাচার্যকে না-ও দেখা যেতে পারে লাল হলুদ (East Bengal) জার্সিতে। চেন্নাইয়ের ফুটবল টিমের সঙ্গে ইস্টবেঙ্গল সোয়াপ ডিল করতে পারে বলে মনে করছে…

East Bengal : অরিন্দমকে আর হয়তো রাখবে না ইস্টবেঙ্গল

আগামী মরশুমে অরিন্দম ভট্টাচার্যকে না-ও দেখা যেতে পারে লাল হলুদ (East Bengal) জার্সিতে। চেন্নাইয়ের ফুটবল টিমের সঙ্গে ইস্টবেঙ্গল সোয়াপ ডিল করতে পারে বলে মনে করছে ফুটবল মহলের একাংশ। সেই সূত্র ধরেই অনুমান যে অরিন্দমকে ইস্টবেঙ্গল ক্লাবে সামনের মরশুমে হয়তো দেখা যাবে না। 

ফুটবল মহলে গুঞ্জন, বিশাল কাইথকে দলে নিতে ইচ্ছুক ইস্টবেঙ্গল কর্তারা। সেক্ষেত্রে ক্লাব বদল করতে হতে পারে বঙ্গ তনয়কে। এখানেই সোয়াপ ডিলের সম্ভাবনা। অর্থাৎ, বিশাল আসবেন লাল হলুদে, অরিন্দম যাবেন চেন্নাইয়ে। আগামী দিনে এমনটা যে হবেই সেটা বলা যাচ্ছে না। বিষয়টি রয়েছে জল্পনার পর্যায়ে।

এপ্রিলের প্রথম সপ্তাহে শোনা গিয়েছিল, কেরল ব্লাস্টার্স অরিন্দম ভট্টাচার্যকে দলে নিতে আগ্রহী। দক্ষিণ ভারতীয় এই দলের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়ার কাজ শুরু হয়েছিল বলেও মনে করা গিয়েছিল। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক চললে অরিন্দমকে আগামী মরশুমে অন্য ক্লাবে খেলতে দেখা যেতে পারে।

Advertisements

এটিকে এবং এটিকে মোহন বাগানে খেলে যোগ দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলে। এটিকেতে খেলেছিলেন ২০১৮-২০ মরশুমে। ৩৮ টি ম্যাচে দূর্গ রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। এটিকে মোহন বাগানের হয়ে ২৩ টি ম্যাচে অংশ নিয়েছিলেন। ক্লাব কেরিয়ারে সবথেকে বেশি ম্যাচ খেলার অভজ্ঞতা রয়েছে চার্চিল ব্রাদার্সের হয়ে। ২০০৭-১২ মরশুমে ২৪০ টি ম্যাচ খেলেছিলেন চার্চিলের হয়ে।