East Bengal : বেঙ্গালুরুর ফরোয়ার্ডকে নিতে ইচ্ছুক লাল-হলুদ

ইস্টবেঙ্গলে (East Bengal) জারি রয়েছে দল গঠনের কাজ। আগামী দিনে মিলতে পারে আরও সই সংবাদ। দলে নেওয়া হতে পারে বেঙ্গালুরু এফসির (Bengaluru fc) উদীয়মান এক ভারতীয় ফরোয়ার্ডকে।

Advertisements

আক্রমণভাগে লোক বাড়াতে ইতিমধ্যে একাধিক ফুটবলারের নাম বাছাই করেছে ক্লাব। শোনা যাচ্ছে কয়েকজন বিদেশি ফুটবলারের নাম। পাশাপাশি ভারতীয় ফরোয়ার্ডরাও রয়েছেন ক্লাবের নজরে। যার মধ্যে এডমুন্ড লালরিন্ডিকা অন্যতম বলে মনে করা হচ্ছে।

   

আরও পড়ুন: East Bengal : ব্রাজিলের তারকা ফুটবলারকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল

সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার এলিট অ্যাকাডেমি থেকে হাতেখড়ি হয়েছিল এডমুন্ড লালরিন্ডিকার। পরে গিয়েছিলেন বেঙ্গালুরুর যুব দলে। ২০১৭ সালে। ভারতের অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচ। একাধিক গোল রয়েছে জাতীয় দলের জার্সি গায়ে।

২০১৭ সালে বেঙ্গালুরুর বি দলে যোগ দিয়েছিলেন মিজোরামের এই ফুটবলার। তাঁর ফুটবল স্কিল মুগ্ধ করেছিল দলের অনেককে। পরে তুলে আনা হয়েছিল বেঙ্গালুরুর সিনিয়র দলে।

ইস্টবেঙ্গলের জার্সি পরে ইতিমধ্যে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। বেঙ্গালুরু থেকে লোনে কলকাতার ক্লাবে পাঠানো হয়েছিল এডমুন্ড লালরিন্ডিকাকে। যদিও মাঠে নামার খুবই কম সুযোগ পেয়েছিলেন তিনি। সামনের মরশুমের জন্য লাল হলুদ উদীয়মান ফরোয়ার্ডকে দলে নিতে চাইছে বলে খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements