East Bengal: দলবদলের বাজারে এই তরুণ তুর্কিকে দলে নিতে চাইছেন লাল-হলুদ কর্তারা!

East Bengal Club

দলবদলের বাজারে সক্রিয় ইস্টবেঙ্গল (East Bengal)। জানা গিয়েছে ইতিমধ্যে দুই ফুটবলারের সম্মতি আদায় করেছেন ক্লাব কর্তারা। নজরে রয়েছে ঘরোয়া লিগে খেলা কয়েকজন। সেই সঙ্গে শোনা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের এক উদীয়মান তারকার নাম।

Advertisements

সূত্রের খবর, নওরেম মহেশ সিং কে দলে রাখতে আগ্রহী ইস্টবেঙ্গল। ২২ বছর বয়সী এই ফুটবলার চলতি মরশুমে লোনে খেলছেন লাল-হলুদ জার্সিতে। কেরালা ব্লাস্টার্স থেকে লোনে এসেছেন এসসি ইস্টবেঙ্গলে ।

   

মণিপুরের নওরেমের উত্থান শিলং লাজং ক্লাব থেকে। সেখান থেকে যোগ দিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স-এ। ২০২০ সালে কেরলের এই ফ্র্যাঞ্চাইজির দলের দ্বিতীয় দলের হয়ে খেলেছিলেন তিনটি ম্যাচ। একটি গোল করেছিলেন।

২০২০-২১ মরশুমে লোনে আসেন সুদেব ফুটবল ক্লাবে। সেখানে চোদ্দোটি ম্যাচ খেলেছিলেন মহেশ। করেছিলেন দু’টি গোল। চলতি মরশুমে ফের লোনে। এসসি ইস্টবেঙ্গলের হয়ে দশ ম্যাচে খেলে দুবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements