East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন সংক্রান্ত জল্পনায় সরগরম ময়দান। ইতিমধ্যে ট্রান্সফার মার্কেট গরম করে দিয়েছে মশাল বাহিনী। রিজার্ভ দলের জন্য নিশ্চিত একাধিক ফুটবলার। নিশ্চিত হয়েছে বিদেশি ফুটবলার। আগামী দিনে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হবে আরও কিছু সই সংবাদ।

   

সাতজনকে ‘টাটা’ করে দিল FC Goa

মাহিদ তালাল ইস্টবেঙ্গলে নিশ্চিত, এই খবর ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত। তালাল ছাড়া আর কোন কোন বিদেশিকে চূড়ান্ত করতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। সব ঠিকঠাক চললে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলা দিমিত্রিকেও হয়তো নতুন মরসুমে দেখা যাবে লাল হলুদ জার্সিতে। মাঝমাঠের জন্যও নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করতে পারে লাল হলুদ শিবির।

শোনা যাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) হয়ে খেলা বিদেশি ফুটবলার কার্ল ম্যাকহিউয়ের (Carl Mchugh) নাম। বাগান ছাড়ার পর কার্ল খেলেছেন এফসি গোয়ার হয়ে। সেখানেও মেলে ধরেছেন নিজের ফুটবল দক্ষতা। জোর জল্পনা, কার্ল ম্যাকহিউকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইস্টবেঙ্গল। যদিও এখনই কিছু নিশ্চিত নয়। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার হয়ে উল্লেখযোগ্য পারফর্ম করেছিলেন স্কটিশ মিডফিল্ডার।

Transfer News: আরও এক ‘দিমি’-কে নিয়ে গরম হচ্ছে দল বদলের বাজার

এফসি গোয়ার বহু আক্রমণ শুরু করার ক্ষেত্রে কার্ল ম্যাকহিউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বল নিজেদের দখলে রেখে খেলার সময় ম্যাকহিউ দলের জন্য অপরিহার্য সদস্য হিসাবে প্রমাণিত করেছিলেন নিজেকে। সেমিফাইনালে দলের উত্থানের পিছনে অন্যতম কারিগর মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার। ২০২৩-২৪ মরসুমে ৯৬৬ টি সফল পাস বাড়িয়েছিলেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন