Sunday, December 7, 2025
HomeSports Newsকেরলের প্রতিভাবান উইঙ্গারকে নিতে পারে East Bengal

কেরলের প্রতিভাবান উইঙ্গারকে নিতে পারে East Bengal

- Advertisement -

চলতি আই লিগের ম্যাচের দিকে নজর রেখেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। একাধিক ফুটবলার ইতিমধ্যে ব্যক্তিগত ফুটবল দক্ষতার পরিচয় দিয়েছেন। তাদেরই মধ্যে এক উইঙ্গারকে দলে নিয়ে লাল হলুদ কর্তারা আগ্রহী বলে জানা গিয়েছে।

Advertisements

সূত্রের খবর গোকুলাম কেরল এফসির ফুটবলার জিথিন এমএস কে ইস্টবেঙ্গল সই করাতে ইচ্ছুক। কথাবার্তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে কেরলের এই ফুটবলারকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

   
East Bengal
সাড়া জাগিয়েছেন কেরলের এই তরুণ।

এবারের আই লিগে দাপটের সঙ্গে খেলছে গোকুলাম। এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। প্রথম স্থান দখল করার জন্য মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে জোর টক্কর চলছে দক্ষিণ ভারতীয় এই ক্লাবটির। সাত ম্যাচে খেলে এখন দ্বিতীয় স্থানে রয়েছে গোকুলাম। জয় এবং অমীমাংসিত যথাক্রমে চারটি এবং তিনটি ম্যাচে।

গোকুলামের ধারাবাহিক পারফরম্যান্সের পিছনে অবদান রয়েছে জিথিনের। গোল করার পাশাপাশি গোলের করানোর পরিস্থিতি তৈরি করতেও তিনি পারদর্শী। ২০২০ থেকে গোকুলামে রয়েছেন। বারোটি ম্যাচে খেলেছেন। গোল করেছেন চারটি।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular