East Bengal: আগামী মরশুমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারে ইস্টবেঙ্গল

বিদেশে ইস্টবেঙ্গলের (East Bengal) খেলতে যাওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। বসুন্ধরা গ্রুপের কাছাকাছি আসার পর থেকেই দেখা দিয়েছিল এই সম্ভাবনা। শোনা গিয়েছিল বাংলাদেশে যেতে পারেন ইস্টবেঙ্গল…

East Bengal Club

বিদেশে ইস্টবেঙ্গলের (East Bengal) খেলতে যাওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। বসুন্ধরা গ্রুপের কাছাকাছি আসার পর থেকেই দেখা দিয়েছিল এই সম্ভাবনা। শোনা গিয়েছিল বাংলাদেশে যেতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। পদ্মা ওপারে খেলতে পারে লাল হলুদ ব্রিগেড। 

Advertisements

গঙ্গা-পদ্মা কাপে ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনার কিছু জানা গিয়েছিল দিন কয়েক আগে। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, “জেগে ওঠার অপেক্ষায় ফুটবল। নতুনত্ব আসছে দুই বাংলায়। বহুপ্রতীক্ষিত টুর্নামেন্টের দেখা মিলবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে।” 

Advertisements
East Bengal
বাংলাদেশের বিশিষ্ঠ অতিথিদের সম্মান জানানোর বিশেষ মুহূর্ত।

বাংলাদেশের বিশিষ্ট অতিথিদের সম্মান জানানোর পর থেকে আরও জোরদার হয়েছে বসুন্ধরা গ্রুপের বিনিয়োগের জল্পনা। দেবব্রত সরকার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে চূড়ান্ত কিছু বলার সময় এখনও আসেনি। অন্য দিকে বসুন্ধরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর কোনো রাখঢাক না রেখে জানিয়েছিলেন তাঁরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। 

শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান বলেছেন, ‘ইস্টবেঙ্গলের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন তা আমি ভাবতেও পারিনি। এখন থেকে শুধু শেখ রাসেল বা বসুন্ধরা কিংস নয়, ইস্টবেঙ্গলকেও সহযোগিতা করবো।’