East Bengal : লাল-হলুদ জার্সিতে খেলতে পারেন কলকাতা লিগে হ্যাটট্রিক করা স্ট্রাইকার

আক্রমণভাগ মজবুত করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যে কলকাতা লিগে হ্যাটট্রিক করা এক ফুটবলারের সঙ্গে লাল হলুদ কর্তাদের চূড়ান্ত কথা হয়ে গিয়েছে বলে মনে করা…

East Bengal FC

আক্রমণভাগ মজবুত করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যে কলকাতা লিগে হ্যাটট্রিক করা এক ফুটবলারের সঙ্গে লাল হলুদ কর্তাদের চূড়ান্ত কথা হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ভারতীয় এই স্ট্রাইকার ২০২১ সালে হ্যাটট্রিক করেছিলেন।

Advertisements

এরিয়ান ক্লাবের হয়ে কলকাতায় সাড়া ফেলে দিয়েছিলেন টিএম বিষ্ণু। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পরপর তিনটি গোল করেছিলেন তিনি। সেই ম্যাচে এরিয়ান জিতেছিলেন ৪-১ গোলে।

বিজ্ঞাপন

খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বিষ্ণুর খেলা নজর কেড়েছিল ফুটবল প্রেমীদের। হেডে দক্ষতা, অফ সাইডের জাল ভেদ করে পিছনে থেকে দৌড়ে এসে গোল, প্লেসমেন্ট ইত্যাদির মেলবন্ধন ঘটিয়েছিলেন সেই ম্যাচে। এমন একজনকে তুলে আনার জন্য বাহবা পেয়েছিল এরিয়ান ক্লাব।

সামনের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও অন্যান্য টুর্নামেন্টে দল নামাতে পারে ইস্টবেঙ্গল। ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচে একাধিক ফুটবলারকে দেখে নিতে পারে শতাব্দী প্রাচীন ক্লাব। বিষ্ণু প্রত্যাশা করতে পারবেন বলে আশা করছেন লাল হলুদ সমর্থকরা।