ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা পেতে চলেছেন আরও এক বড় খবর। আজই বড় ঘোষণা করতে পারে ক্লাব। ভিডিও পোস্ট করে ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে তেমনটাই আভাস দেওয়া হয়েছে।
Dimitrios Diamantakos-কে দলে নেওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে ইস্টবেঙ্গল। একাধিক ক্লাবের অফার ছিল ইন্ডিয়ান সুপার লিগে গোল্ডেন বুট জয়ী ফুটবলারের কাছে। লাল হলুদ শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ এবং ফুটবলারের মধ্যে আলোচনা হওয়ার পরেই চূড়ান্ত হয়েছিল এই সই। এখনও বাকি রয়েছে। দিমির পর আরও একাধিক বিদেশি ফুটবলারকে নিশ্চিত করার কথা ঘোষণা করতে চলেছে ক্লাব।
East Bengal: দল বদলের গল্প: ‘চ্যাম্পিয়ন’ ফুটবলারের কাছে ইস্টবেঙ্গলের ফোন
দ্রুত পরবর্তী সই সংবাদ জানানো হবে, এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে ক্লাবের তরফে। সোমবার রাতে একটি ভিডিও পোস্ট করে ক্লাব ফলোয়ারদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল। সমর্থকরা আশা করছেন, নামী কোনো বিদেশি ফুটবলারের আগমনের কথা ঘোষণা করা হতে পারে।
Sleep well, #AmagoFans! 😌 pic.twitter.com/UgQQzUyuRP
— East Bengal FC (@eastbengal_fc) June 17, 2024
কী বলা হয়েছে ভিডিও পোস্টটিতে?
Mohun Bagan: দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিচ্ছেন মোলিনা
একটি হোয়াটস্যাপ চ্যাটের অনুকরণে তৈরি করা হয়েছে ভিডিওটি। সেখানে প্রশ্ন করা হয়েছে, “পরবর্তী সইয়ের খবর কবে ঘোষণা কবে হবে? আর যে তর সইছে না।” এই মেসেজের জবাবে টাইপ করা হয়েছে, “আগামীকাল (মঙ্গলবার) খুব বড় দিন হতে চলেছে… স্বগে থাকুন।”