East Bengal Manchester United : শেষ হয়েও হচ্ছে না শেষ, লাল-হলুদ জারি ম্যানচেস্টার জল্পনা

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে সত্যি কি শেষ হয়ে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) অধ্যায়? এই প্রশ্নের উত্তর এখনও জানা নেই। এ প্রসঙ্গে নানা মুনির নানা…

East Bengal Manchester United : শেষ হয়েও হচ্ছে না শেষ, লাল-হলুদ জারি ম্যানচেস্টার জল্পনা

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে সত্যি কি শেষ হয়ে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) অধ্যায়? এই প্রশ্নের উত্তর এখনও জানা নেই। এ প্রসঙ্গে নানা মুনির নানা মত। কেউ বলছেন চ্যাপ্টার ক্লোজড, কেউ বলছেন পিকচার আভি বাকি হ্যায়।

কিছু দিন আগে এক ইংরেজি ক্রীড়া সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড পক্ষের বক্তব্য তুলে ধরা হয়েছিল- ম্যানচেস্টার ইউনাইটেড ইস্টবেঙ্গলের মালিকানা নিতে চলেছে এই জল্পনার কোনো ভিত্তি নেই। ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবের জন্য চেষ্টা চালাচ্ছে না ম্যানচেস্টার। 

এরপর অন্যান্য কিছু সংবাদ মাধ্যমেও ইস্টবেঙ্গল এবং ম্যানচেস্টার ইউনাইটেড প্রসঙ্গে লেখালেখি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যথারীতি জোর আলোচনা। সামাজিক মাধ্যমে অন্যতম আলোচিত বিষয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা ম্যানচেস্টার প্রসঙ্গে মন্তব্য। নেট পাড়ার কেউ কেউ বলেই দিলেন, হয়তো বাধ্য হয়ে আলোচনা বন্ধ করে দিচ্ছেন সৌরভ।

Advertisements

এতকিছুর পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবে একেবারেই কি নেই ম্যানচেস্টার ইউনাইটেড যোগের সম্ভাবনা? ফুটবল মহল কিংবা ফুটবল বিশেষজ্ঞদের একাংশ চ্যাপ্টার ক্লোজড বলে মানতে চাইছেন না। তাঁদের ধারণা সম্ভাবনা এখনও রয়েছে। 

ময়দানের কারও আবার অভিযোগ, সাধারণের নজর ঘোরাতে বিভিন্ন রকম মন্তব্য ছড়ানো হচ্ছে। আদপে লোকচক্ষুর আড়ালে বয়ে চলেছে চোরা স্রোত। দিন কয়েক হল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে ইমামি গোষ্ঠী। তাদের নিয়ে যতো না আলোচনা, তারথেকেও বেশি আলোচনা চলছে ইউনাইটেডকে নিয়ে।