ফের হার। ফিরতি ম্যাচেও ওড়িশার ধারেকাছে দাঁড়াতে পারল না ইস্টবেঙ্গল (East Bengal)। হারল ৩-১ গোলে। মনেই হল না এই দল আগের ম্যাচ জিতে এসেছিল। প্রথম অর্ধেই পিছিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে ফিরে আসার বদলে আরও এক গোল খেয়ে হেরে ফিরে আসতে হবে তাদের।
Advertisements
অথচ লিগের শেষ ম্যাচে মুম্বই-এর কাছে ৪-২ গোলে হারে ওড়িশা। ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে অপরাজিত লড়াই শেষ হওয়ায় হতাশ ছিল জোসেপ গাম্বাউয়ের দল। এবার ফের তারা ফিরল জয়ের রাস্তায়।
ম্যাচে জোড়া গোল করলেন দিয়েগো মরিসিও। ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল করলেও নন্দকুমারের চোখ জুড়ানো গোলে ওড়িশা ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।