জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইন বলেছিলেন, এই ম্যাচ হারলে তার চাকরি যাওয়ার আশঙ্কা আছে। আর তার দল ঠিক করে দেখালেও তাই। শুক্রবার জামশেদপুরের কাছে ইস্টবেঙ্গল হেরে গেলো ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও।
এই বদ অভ্যাস কিছুতেই বদলাচ্ছে না লাল হলুদ ব্রিগেডের।ম্যাচের ফাস্ট হাফে ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।কিন্তু দ্বিতীয়ার্ধে দুটো গোল হজম করে তারা ম্যাচ হারে।জামশেদপুর এফসির দুই গোলদাতা সয়ার ও ঋত্বিক দাস।
সমর্থকদের মেজাজ এখন আগুনে জ্বলছে।বার বার কেনো এক গোলে এগিয়ে যাওয়ার পর এরকম হার হজম করছে তাদের প্রিয় দল ? এমনটাই প্রশ্ন তুলছে তারা।দলে ডিফেন্ডারদের কার্যকারিতা নিয়েও পিছপা হচ্ছে না তারা।সত্যিই তাদের জঘন্য ডিফেন্সের জন্যে আজকে এই ভয়বাহ রুপ লাল হলুদ শিবিরের।এই ম্যাচে হার হজমের জেরে ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলের নয় নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল জিতে ইস্টবেঙ্গলের পরে দশ নম্বর এলো জামশেদপুর,তাদের পয়েন্ট সংখ্যা ৯ । এই হারের পর ইস্টবেঙ্গলের আইএসএলের প্রথম ছয় দলের মধ্যে স্থান করার আশা প্রায় শেষ বলা চলে।